শনিবার, ৮ নভেম্বর ২০১৪
‘অধিকার আদায়ে কৃষকদের আন্দোলন করতে হবে’
Home Page » জাতীয় » ‘অধিকার আদায়ে কৃষকদের আন্দোলন করতে হবে’বঙ্গ-নিউজ ডটকমঃ জাতীয় স্বার্থে কৃষকের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির(সিপিবি) প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে কমরেড আবদুস সাত্তার খানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘কৃষক নেতা সাত্তার খান প্রান্তিক কৃষকের অধিকার রক্ষায় তার সংগ্রামের প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রনো বলেন, কৃষি আমাদের অর্থনীতির মূল ভিত্তি। কৃষকের ন্যায্য অধিকার তাকে না দিলে দেশের অর্থনীতির উন্নয়ন হবে না।
কৃষকের অধিকার আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, কৃষকের অধিকার নিয়ে আন্দোলন করতে হলে কৃষকের কাছে যেতে হবে, কৃষকের ভাষায় কথা বলতে হবে, তাদের সমস্যা জানতে হবে।
সভায় অন্য বক্তরা বলেন, আবদুস সাত্তার খান আজীবন কৃষকের অধিকার নিয়ে আন্দোলন করেছেন।তিনি প্রথম নারী কৃষকদের ঐক্যবদ্ধ করেছিলেন। তাদের অধিকার ন্যায্য পাওনা নিয়ে কথা বলেছেন। তার মতো করে কৃষকদের কেউ ঐক্যবদ্ধ করতে পারে নাই। এখন আর কেউই কৃষকদের দাবি নিয়ে তার মতো করে কথা বলে না। আবদুস সাত্তার খান তার রাজনৈতিক জীবনে যে অবদান রেখে গেছেন তা পরবর্তী প্রজন্মের জন্য পথ প্রদর্শক হয়ে থাকবে।
এসময় বক্তরা আরও বলেন, কৃষকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে আন্দোলন করতে হয় তাদের ঠিক করতে হবে।
আবদুস সাত্তার খানের সহধর্মিনী জবেদা সাত্তার খানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরে আম্বিয়া, সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসেইন, বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রশীদ ফিরোজ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬:২৯:৫৪ ৩৪১ বার পঠিত