শনিবার, ৮ নভেম্বর ২০১৪
কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের সময় শেষ হয়নি
Home Page » প্রথমপাতা » কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের সময় শেষ হয়নিবঙ্গ-নিউজ ডটকমঃ জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করতে সাত দিনের সময়সীমা এখনো শেষ হয়নি।
শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।
আগামীকালের পর কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর হবে কি না জানতে চাইলে জবাবে আইনমন্ত্রী বলেন, আমি জানি না।
কারাবিধি ৯৯১ ধারায় আসামিকে অবহিতকরণের বিষয়টি সাংবাদিকরা তুলে ধরলে আইনমন্ত্রী বলেন, ‘ আনুষ্ঠানিকভাবে কাগজপত্রে জানাতে হবে ওই ধারায় তা নেই। কথা হচ্ছে সে বিষয়টি তাকে জানানো হয়েছে। আদেশ যায়নি।’
কামারুজ্জামানকে প্রাণভিক্ষার এ সময় কীভাবে জানানো হলো জানতে চাইলে তিনি বলেন, ‘আদেশ যায়নি মানে কী? তাকে জানানো হয়েছে।
মন্ত্রী বলেন, ব্যাপারটি হলো আমি যত দূর জেনেছি কারা কর্তৃপক্ষ তাকে মৌখিকভাবে তা জানিয়েছে। কারা কর্তৃপক্ষ তাকে বলেছে, আপনার আপিল ডিসমিস হয়েছে। আপনার মৃত্যুদণ্ড বহাল আছে।
রোববার ‘কামারুজ্জামান প্রাণভিক্ষার জন্য সাত দিনের সময় শেষ হচ্ছে, এখন কী হবে’ সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আনিসুল হক বলেন, ‘প্রকাশিত যে রায় আছে তার ওপরই আমাদের ব্যবস্থা নিতে হবে। কারাবিধির ৯৯১ ধারাটি দেখেন, যখন আসামির মৃত্যুদণ্ড হয় তখন লেখা ছিল হাইকোর্ট এখন আপিল বিভাগ। তাঁকে এটা জানানোর সঙ্গে সঙ্গে সাত দিন সময় দিতে হয়। এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। তাঁকে ক্ষমা চাওয়ার জন্য সেই সময় দেয়া হয়েছে। এখন এই সাত দিন তো শেষ হয়নি।’
বাংলাদেশ সময়: ১৬:০২:৫০ ৩৫৫ বার পঠিত