শনিবার, ৮ নভেম্বর ২০১৪
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে জিরো টু ইনফিনিটি টকস
Home Page » শিক্ষাঙ্গন » আদমজী ক্যান্টনমেন্ট কলেজে জিরো টু ইনফিনিটি টকসবঙ্গ-নিউজ ডটকমঃ মহাবিশ্বের সবকিছুর রহস্যই কি শুধু সংখ্যা গণনা করে বের করে ফেলা যায়? যদি যায় তবে কে করবে এমন অসাধ্য সাধন? নিশ্চয়ই কম্পিউটার। ক্ষুদ্র পরমাণুর জগত থেকে শুরু করে অসীম মহাবিশ্বরে তাবৎ রহস্য উদঘাটনে আজ আমরা ব্যবহার করছি কম্পিউটার।
কিন্তু যে প্রযুক্তি ধরে আগাচ্ছে এই কম্পিউটার সেই কম্পিউটার কি পারবে অদূর ভবিষ্যতের সব হিসাব নিকাশ করতে। এই যেমন কম্পিউটার কি পারবে মানুষের মতো আবেগ প্রকাশ করতে? কিংবা সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে আবহাওয়ার ভবিষ্যদ্বাণী করতে? উত্তর হলো পারবে না। কারণ ‘অন’ এবং ‘অফ’ কিংবা ১ ও ০ এই খেলার যে সুইচিং টেকনিক ধরে আগাচ্ছে আজকের কম্পিউটার তাতে বিশাল বিশাল সব হিসাব করতে গিয়ে মুখ থুবড়ে পড়বে আজকের কম্পিউটার। আমাদের কম্পিউটিং টেকনিক, এর সীমাবদ্ধতাগুলো নিয়ে জিরো টু ইনফিনিটি টকসে কথা বললেন বাংলাদেশ প্রকৌশল বিশ্বব্দ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের প্রভাষক সৌমিত্র রায় জয়।
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে অনুষ্ঠেয় জিরো টু ইনফিনিটির এই দশম পর্বের মূল বিষয় ছিল ‘কম্পিউটার কী করতে পারে, আর কী করতে পারে না’। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তামিম আহমেদ এবং জিরো টু ইনফিনিটির সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ।
উল্লেখ্য সাধারণ পাঠকদের মাঝে আমাদের চলমান সমাজ, বিজ্ঞান, সংস্কৃতি ও সভ্যতার চমৎকার বিষয়গুলো তুলে ধরতে মাসিক বিজ্ঞান সাময়িকী ‘জিরো টু ইনফিনিটি’র পক্ষ থেকে ‘জিরো টু ইনফিনিটি টকস’ নামে এই পাক্ষিক বক্তৃতামালার আয়োজন করা হয়। জিরো টু ইনফিনিটি টকস সবার জন্য উন্মুক্ত। এর সকল ভিডিও পাওয়া যাবে জিরো টু ইনফিনিটি টকসের অফিশিয়াল ওয়েবসাইটে। টকসের পৃষ্ঠপোষকতা করছে ঊঞ ঞবপয খরসরঃবফ। সহযোগিতায় অন্যরকম গ্রুপ, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, ওপেন নলেজ ফাউন্ডেশন এবং ফরচুন টেক।
বাংলাদেশ সময়: ১৫:০৭:২৫ ৩৯০ বার পঠিত