বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০১৪
ফাঁসির রায় কার্যকরে সকল প্রস্তুতি সম্পন্ন, শুধু আদেশের অপেক্ষা
Home Page » জাতীয় » ফাঁসির রায় কার্যকরে সকল প্রস্তুতি সম্পন্ন, শুধু আদেশের অপেক্ষা
নিজস্ব প্রতিবেদক:মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ। শুধু সরকারের নির্বাহী আদেশের অপোয় রয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করার জন্য কারাগারের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্থায়ী ফাঁসির মঞ্চ তৈরি ও ধোয়া-মোছার কাজ শেষ হয়েছে। সেখানে সোমবার সকালে দুইবার ফাঁসির মহড়া দেয়া হয়েছে। এ ছাড়াও কমপে ২০ জন জল্লাদের তালিকা কারা কর্তৃপরে হাতে রয়েছে। তাদের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জল্লাদ জনি, রাজু, পল্টু,আলমগীর,এরশাদ, সাত্তার ও রানা রয়েছেন। জনি মানবতাবিরোধী অপরাধে কাদের মোল্লার ফাঁসি কার্যকরে সহযোগীর দায়িত্ব পালন করেছেন। জল্লাদের তালিকায় তার নাম প্রথম স্থানে রাখা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেছার আলম বলেছেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারের জল্লাদের বাইরে কাশিমপুর, ময়মনসিংহ ও কুমিল্লা কারাগারের জল্লাদের তালিকা তৈরি করা হয়েছে। ফাঁসির মঞ্চ ও রশি প্রস্তুত রয়েছে। ফাঁসি কার্যকরের সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে। কারাগার সূত্র জানায়, কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করার েেত্র বিদ্যমান জেল কোড গুরুত্ব পাবে না। সেেেত্র সরকারের নির্বাহী আদেশ প্রয়োজন। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারা কর্তৃপরে কাছে একটি আদেশ আসতে হবে। সে আদেশ আসলেই ফাঁসি কার্যকর করা হবে। এ বিষয়ে সিনিয়র জেল সুপার ফরমান আলী বলেছেন, আমাদের কাছে নির্বাহী আদেশ আসলেই আমরা ফাঁসির আদেশ কার্যকর করব। এদিকে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দ প্রাপ্ত আসামি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করার প্রস্তুতি নিতে জেল কর্তৃপকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে বুধবার সন্ধ্যায় এক প্রেস বিফ্রিংয়ে এ কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। কামারুজ্জামানের রায় কার্যকরের ব্যাপারে এই প্রেস বিফ্রিংয়ের আয়োজন করা হয়।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এমন কিছু করা হবে না। যা আইনানুগ হবে না। জেল কোড আনুয়ায়ী যেদিন কামারুজ্জামান শুনেছেন তার আপিল খারিজ হয়েছে, ফাঁসির আদেশ বহাল রয়েছে সেদিন থেকে ৭ দিন গণনা শুরু হবে।’
তিনি বলেন, সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির কাছে দোষ স্বীকার করে মা চাওয়ার সুযোগ আছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের বিচারে কারোর সঙ্গে আপোস করবে না সরকার।
এদিকে, কেন্দ্রীয় কারাগারের সামনে এখন উৎসুক জনতার ভিড়। মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ প্রাপ্ত আসামি কামারুজ্জামানের ফাঁসি খুব শিগগিরই কার্যকর হতে পারে। তাই কারাগারের সামনে জনতার ভিড় জমেছে। পরস্পরের কাছে তারা জানতে চাইছেন- আজই কামরুজ্জামানের ফাঁসি কার্যকর হবে কি না!
বুধবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশের এলাকা ঘুরে জনতার ভিড় চোখে পড়েছে।
ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি কামারুজ্জামানকে গাজীপুর কারাগার থেকে গত মঙ্গলবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। তাই তার ফাঁসি কার্যকর নিয়ে দিনভর জল্পনাকল্পনা চলছে।
কারাগারের সামনে কয়েকজন কারারীর সঙ্গে আলাপকালে তারা জানান, ফাঁসি কখন হবে তা এখনো তারা জানেন না। এ নিয়ে কারারীদের মধ্যে কোনো সাড়াশব্দ নেই।
ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকার খাবার হোটেলেও চলছে কামারুজ্জামানের ফাঁসি নিয়ে নানা আলোচনা।
বাংলাদেশ সময়: ১৮:৪৩:৩০ ২৭১ বার পঠিত