বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০১৪

টানা ছয় দিন সূর্যের আলো থাকবে না-গুজব খবর

Home Page » এক্সক্লুসিভ » টানা ছয় দিন সূর্যের আলো থাকবে না-গুজব খবর
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০১৪



 earth-have-no-threat-of-darkness.png

নিজস্ব প্রতিবেদক:আল রিআন:সম্প্রতি নানা সামাজিক মাধ্যম ও নাম সর্বস্ব সংবাদ মাধ্যম খবর ছড়িয়েছে যে, টানা ছয় দিন সূর্যের আলো থাকবে না পৃথিবীতে। অর্থাৎ ছয় দিন অন্ধকারে তলিয়ে থাকবে পৃথিবী। খবরটি সম্পূর্ণই গুজব ও ভিত্তিহীন।

গুজবে বলা হয়েছে, এ বছরের ডিসেম্বরের যে কোনো সময় টানা ছয় দিন আলো থাকবে না। সৌর ঝড়ের কারণে এমন ঘটবে বলে প্রচার করা হয়। আদতে এমন কিছুরই সম্ভাবনা নেই। বিশ্বের বেশ নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম জানিয়েছে এই তথ্য।

গুজব ছড়ানো গোষ্ঠি দাবী করে, নাসাই পৃথিবীর অন্ধকারে তলিয়ে যাওয়ার বিষয়টি গবেষণা করে বের করেছে। তারা অন্ধকারের সম্ভাব্য তারিখ হিসেবে ১৬ থেকে ২২ ডিসেম্বরের কথা উল্লেখ করে।

এদিকে যারা প্রথমবার খবরটি ছড়িয়েছে, তারা দাবী করেছে যে তারা মূলত বিদ্রুপাত্মক খবর প্রচার করে। অতএব পৃথিবী অন্ধকারে তলিয়ে যাওয়ার খবরটিও নিছক মজা করার উদ্দেশ্যেই প্রচার করেছে তারা।
বঙ্গ-নিউজ ডট কম:

বাংলাদেশ সময়: ১৮:২৭:৩৬   ২৫৭ বার পঠিত