বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০১৪
‘রংধনু’পাহাড়টিকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করেছে ইউনেস্কোর
Home Page » এক্সক্লুসিভ » ‘রংধনু’পাহাড়টিকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করেছে ইউনেস্কোর
নিজস্ব প্রতিবেদক:আল রিআন:চীনে রংধনুর সাত রঙে সাজানো দানশিয়া ল্যান্ডফর্ম পাহাড়ে বালুপাথর ও খনিজ জমাটবদ্ধ হয়ে শক্ত পাথরে তৈরি এই পাহাড় লাল নীল বেগুনি ইত্যাদি বাহারী রঙে সাজানো। অপরুপ সৌন্দর্যের পাহাড়টিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করেছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি।
কোনো দক্ষ চিত্র শিল্পীর তুলির আঁচড়ে আঁকা নয় এই পাহাড়। চীনের গানশু প্রদেশের লিনজে জেলার দানশিয়া ল্যান্ডফরম জিওলজিক্যাল পার্কের অংশ এ পাহাড়। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের তথ্য মতে, ২ কোটি ৪ লাখ বছর ধরে বিভিন্ন রংয়ের বালুপাথর ও খনিজ জমাটবদ্ধ হয়ে আস্তে আস্তে শক্ত পাথরে তৈরি হয়েছে এই পাহাড়। ধারণ করেছে নানা বর্ণ।প্রাচীরের দেশ চীনে পর্যটক আকর্ষণের অন্যতম স্থান এ রংধনু পাহাড়।
মনকাড়ানো সৌন্দর্যের জন্য ২০১০ সালে দানশিয়া ল্যান্ডফরমকে বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত করেছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি।
বঙ্গ-নিউজ ডট কম:
বাংলাদেশ সময়: ১৮:২২:০৩ ২৮১ বার পঠিত