বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০১৪
নিজামীর রায়ে প্রতিক্রিয়ার জের পাক হাইকমিশনারকে তলব
Home Page » জাতীয় » নিজামীর রায়ে প্রতিক্রিয়ার জের পাক হাইকমিশনারকে তলবকাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ ঢাকা: মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসির আদেশের সমালোচনার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার আহমেদ হুসেইন জায়োকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান তাকে মন্ত্রণালয়ে ডেকে পাঠান বলে সূত্র নিশ্চিত করেছে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসির আদেশ দেয়ার কড়া সমালোচনা করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয় হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
মিজানুর রহমান সরকারের অবস্থান তুলে ধরে তাকে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের নাক গলানো উচিত নয়। আন্তর্জাতিক মান বজায় রেখে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার সংঘটিত হচ্ছে। বাংলাদেশ আশা করে, আগামী দিনে পাকিস্তান এ ধরনের আচরণের পুনরাবৃত্তি করবে না। এ মর্মে একটি চিঠি আহমেদ হুসেইন জায়োর কাছে হস্তান্তর করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।
বাংলাদেশ সময়: ১৭:৫৯:৩৯ ৩০৫ বার পঠিত