বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০১৪
মিসরের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ
Home Page » বিশ্ব » মিসরের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণবঙ্গ-নিউজ ডটকমঃ মিসরের বিভিন্ন স্থানে ট্রেন ও মেট্রোতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দু’জন পুলিশ সদস্যসহ মোট ৫জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ২০ জন।
বুধবার গভীর রাতে এবং বৃহস্পতিবার সকালে বিভিন্ন স্থানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার রাত ১২টার দিকে কায়রোর ‘মার্গ’ মেট্রো স্টেশনে পুরাতন মার্গ থেকে নতুন মার্গে যাওয়ার সময় মেট্রো ট্রেনে একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে তিনজন যাত্রী আহত হয়। ‘মার্গ’ থেকে ‘হেলওয়ান’ গামী ৪৯৮ নম্বরের আরেকটি মেট্রোর একটি কামরায় একটি বোমা পতিত অবস্থায় পাওয়া যায়। বোমাটি বিস্ফোরণ হওয়ার আগেই পুলিশ বোমাটিকে নিস্ক্রিয় করতে সক্ষম হয়।
অন্যদিকে মনুফিয়া জেলার মনুফিয়া ট্রেন স্টেশনে দুটি ট্রেনে বোমা বিস্ফোরিত হয়। মনুফিয়া জেলার নিরাপত্তা বিভাগের প্রধান ঘটনার সত্যতা সত্যতা নিশ্চিত করে এক সংবাদ সম্মেলন করে মিডিয়া কর্মীদের জানান, বুধবার গভীর রাতে মনুফিয়া স্টেশনে থেমে থাকা একটি ট্রেনে বোমা বিস্ফোরিত হলে দুই পুলিশ নিহত হয় এবং অপর দশজন সাধারণ যাত্রী আহত হয়।
নিহত দু’জন হলেন- আহমদ কামাল আব্দুসসামাদ মাসয়ুদ (৩৫), এবং মুহাম্মদ আব্দুল মাকসুদ খাওলি (৩৪)।
তিনি আরো বলনে- ‘কাফরুল জিয়াত’ থেকে মনুফিয়ামুখী ৮৫৮ নম্বরের আরেকটি ট্রেনে আরো একটি বোমা বিস্ফোরণ ঘটে। এতে তিনজন নিহত হয় এবং অপর দশজন আহত হয়।
এদিকে একযোগে বোমা বিস্ফোরণের ঘটনায় সারাদেশে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:৫৯:৩২ ৩৪৬ বার পঠিত