বুধবার, ৫ নভেম্বর ২০১৪
সাক্ষাতের অনুমতি পেয়েছেন আইনজীবীরা
Home Page » আজকের সকল পত্রিকা » সাক্ষাতের অনুমতি পেয়েছেন আইনজীবীরাডেস্ক:একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে বৃহস্পতিবার সকালে সাক্ষাতের অনুমতি পেয়েছেন তার আইনজীবীরা। বুধবার অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।তিনি জানান, বৃহস্পতিবার সকালে তারা কামারুজ্জামানের সঙ্গে দেখা করে পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে তার সঙ্গে আলোচনা করবেন।
এর আগে সন্ধ্যায় কামারুজ্জামানের সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে কারাকর্তৃপক্ষের কাছে আবেদন করেন তার আইনজীবী মো. শিশির মনির। এ আবেদনপত্রে কামারুজ্জামানের সঙ্গে দেখা করার জন্য ৫ জন আইনজীবীর নাম দেওয়া হয়েছে। এরা হলেন, মতিউর রহমান, শিশির মনির, এসএম সিদ্দিক, নাজিব মোমিন ও মশিউল আলম।
উল্লেখ্য, কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের জন্য সরকার তার দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার জন্য সাত দিন সময় দেয়ার কথা বলেছে। তিনি রিভিউ পিটিশনের কোনো সুযোগ পাবেন না। তবে আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগে রায় কার্যকর করা বেআইনি। আর সংবিধান অনুযায়ী তিনি, রিভিউ আবেদন করার অধিকার রাখেন।
বাংলাদেশ সময়: ২২:২৫:১৭ ৪১৫ বার পঠিত