বুধবার, ৫ নভেম্বর ২০১৪
পরিবারের সদস্যদেরকে চিন্তা না করতে বলেছেন কামারুজ্জামান
Home Page » জাতীয় » পরিবারের সদস্যদেরকে চিন্তা না করতে বলেছেন কামারুজ্জামান
স্টাফ রিপোটার-আল রিআন:মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুহাম্মদ কামারুজ্জামান তার সন্তানসহ পরিবারের সদস্যদেরকে চিন্তা না করতে বলেছেন। একই সঙ্গে আল্লাহর ওপর ভরসা করতে বলেছেন। রায় প্রসঙ্গে কামারুজ্জামান বলেছেন, এটি একটি রূপকথার গল্প। এ রায়কে তিনি ন্যায়ভ্রষ্ট রায় হিসেবে উল্লেখ করেছেন।
কারাগারে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছেন তার বড় ছেলে হাসান ইকবাল ওয়ামী।
হাসান ইকবাল বলেন, “আমার বাবা ভালো আছেন। এ রায় শুনে তিনি বিচলিত নন। আমাদেরকে তিনি ধৈর্য ধরতে বলেছেন।
হাসান ইকবাল জানান, বাবা এও বলেছেন, পূর্ণাঙ্গ রায় পড়ে তিনি পরবর্তী সিদ্ধান্তের কথা জানাবেন। প্রাণভিক্ষার বিষয়ে জানতে চাইলে হাসান ইকবাল বলেন, “এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বাবার সিদ্ধান্ত জানানো হবে।”
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সাক্ষাতের অনুমতি পেয়ে কামারুজ্জামানের স্ত্রী, ছেলে-মেয়ে, ভাই, মামা, চাচাসহ ৯ সদস্যের একটি দল কারাগারে প্রবেশ করেন। সাক্ষাৎ শেষে বের হয়ে বড় ছেলে হাসান ইকবাল সাংবাদিকদের এ বিষয়ে জানিয়েছেন।
মুহাম্মদ কামারুজ্জামানকে মঙ্গলবার কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনার পর কারা সাক্ষাতের অনুমতি চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করেন স্বজনরা। কারা কর্তৃপক্ষ তাদের সকাল বুধবার সকাল ১০টায় সময় নির্ধারণ করেন দেন।
আইনজীবী শিশির মো. মুনির বলেন, “এটা তাদের নিয়মিত সাক্ষাত। কারাগার থেকে তাদের সাক্ষাতের জন্য ডাকেনি।” এদিকে পরিবারের এ সাক্ষাতকে কেন্দ্র করে কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:০৯:৪৭ ৩৪০ বার পঠিত