বুধবার, ৫ নভেম্বর ২০১৪

কামারুজ্জামানের সাথে সাক্ষাৎ করতে পরিবারের সদস্যরা কারাগারে

Home Page » জাতীয় » কামারুজ্জামানের সাথে সাক্ষাৎ করতে পরিবারের সদস্যরা কারাগারে
বুধবার, ৫ নভেম্বর ২০১৪



kamruzzaman-final.jpgবঙ্গনিউজ:জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সাথে সাক্ষাৎ করতে তার পরিবারের নয়জন সদস্য কারাগারে প্রবেশ করেছেন।কামরুজ্জামানের আইনজীবীরা এ খবর নিশ্চিত করেন।
তারা জানান, গতকাল মঙ্গলবার কাশিমপুর কারাগারে কামারুজ্জামানের সাথে পরিবারের সদস্যরা সাক্ষাতের জন্য আবেদন করেন। কিন্তু তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করায় সেখানের দেখা করার অনুরোধ জানান কাশিমপুর কারা কর্তৃপক্ষ।
আইনজীবীরা জানান, সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা কামারুজ্জামানের সাথে দেখা করার জন্য কারাগারের উদ্দেশে বাসা থেকে রওয়ানা দেন। সকাল ১০টা ২০ মিনিটে স্ত্রী ও চারপুত্রসহ পরিবারের নয়জন সদস্য কারাগারের ভেতর প্রবেশ করেন।
উল্লেখ্য, গত সোমবার সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আপিল বিভাগ ট্রাইব্যুনালের দেয়া কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখেন। এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিলের কথা জানিয়েছেন তার আইনজীবীরা। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জানিয়েছে বিশেষ ট্রাইব্যুনালে মামলা হওয়ায় রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিলের কোনো সুযোগ নেই।

বাংলাদেশ সময়: ১২:০৩:৪৩   ৩৪৫ বার পঠিত