মঙ্গলবার, ৪ নভেম্বর ২০১৪
বাংলাদেশ ৪৩৩ রানে অল-আউট
Home Page » ক্রিকেট » বাংলাদেশ ৪৩৩ রানে অল-আউটবঙ্গনিউজ:খুলনায় জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৪৩৩ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। এখন ব্যাট করছে জিম্বাবুয়ে।সাকিব আল হাসান এবং তামিম ইকবালের সেঞ্চুরির সুবাদে বাংলাদেশ মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়েছে। ২৭ বছর বয়স্ক সাকিবের তৃতীয় টেস্ট সেঞ্চুরি করেন। তার ১৩৭রান এসেছে ১৮০ বলে। ১৮ বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি হাঁকান তিনি।এটা তামিমের ৩৬ টেস্টে পঞ্চম টেস্ট সেঞ্চুরি। এই সেঞ্চুরিটি এলো সাড়ে চার বছর পর। তিনি ১০৯ রান করে বিদায় নেন। ৩৩২ বলে ১০টি বাউন্ডারি দিয়ে তিনি এই স্কোর করেন।
১১ রান করে বিদায় নেন মুশফিকুর রহীম।
সকালে তামিম ও সাকিব সমান তালে নিজেদের মাইলফলকের দিকে এগিয়ে যান। চতুর্থ উইকেটে তারা ১৩২ রানের পার্টনারশিপ গড়েন।
আজ তামিম ৭৪ ও সাকিব আল হাসান ১৩ রান নিয়ে ইনিংস শুরু করেছিলেন। দলের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৯৩ রান।
আজ আগের দিনের মতোই ধৈর্যশীল ব্যাটিং শুরু করে বাংলাদেশ। ধারা ভাষ্যকাররা বাংলাদেশী ব্যাটসম্যানদের ধৈর্যশীল ব্যাটিংয়ের প্রশংসা করেন। আজমল তানজিম তো বলেই ফেলেছেন, ‘মিসবাহ ড্যাশিং হিরোতে পরিণত হয়েছেন, আর ড্যাশিং হার্ড-হিটিং ব্যাটসম্যান তামিম হয়ে গেছেন টুক টুক তামিম।’ দুই দিন আগে আবু ধাবিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবাইকে অবাক করে স্বাভাববিরুদ্ধে ব্যাটিং করে পাকিস্তানের মিসবাহ টেস্ট ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড করেন, আর দ্রুততম সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেন।
তামিম স্বভাববিরুদ্ধ ব্যাটিং করে টিকে থাকার পণ করেই যেন মাঠে নেমেছিলেন। তার এই উদ্যোগ সমালোচিত না হয়ে প্রশংসা পায়।
বাংলাদেশ সময়: ১৬:২৯:৪৪ ৪০৮ বার পঠিত