মঙ্গলবার, ৪ নভেম্বর ২০১৪
চীনে বছরে ২৪শ’ মৃত্যুদণ্ড
Home Page » বিশ্ব » চীনে বছরে ২৪শ’ মৃত্যুদণ্ডবঙ্গনিউজ:মৃত্যুদণ্ড তুলে দেয়ার দাবি বিশ্বজুড়ে। কিন্তু বাস্তবতা হলো মৃত্যুদণ্ড কার্যকরও হচ্ছে বিভিন্ন দেশে। এক মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর অন্তত ২৪’শ মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে চীনে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা ডুই হুয়া ফাউন্ডেশন জানিয়েছে, তাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০১৩ সালে কমপক্ষে ২৪শ’ লোককে মৃত্যুদণ্ড দিয়েছে।
সংস্থাটি আরো জানায়, ২০১২ সালের তুলনায় শতকরা ২০ ভাগ কমলেও চীনে মৃত্যুদণ্ডের হার এখনো সবচেয়ে বেশি।অবশ্য চীন মৃত্যুদণ্ডপ্রাপ্তদের নাম বা তালিকা প্রকাশ করে না। সে কারণে গত জুনে প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে দেশটির নাম সবার উপরে রাখা হলেও, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রকৃত সংখ্যা উল্লেখ করা সম্ভব হয়নি।
২০১৩ সালে চীন কমপক্ষে এক হাজার মৃত্যুদণ্ড কার্যকর করেছে ধরে নিয়ে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা দেশগুলোর তালিকায় তাদের সবার ওপরে রাখে অ্যামনেস্টি। তারপরই এসেছে ইরান আর ইরাকের নাম।প্রতিবেদনে বলা হয়, গত বছর চীন ছাড়া সারা বিশ্বে মোট ৭৭৮টি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।মৃত্যুদণ্ড নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সর্বশেষ প্রতিবেদনে চীন, ইরান এবং ইরাকের পরেই স্থান পেয়েছে সৌদি আরব আর যুক্তরাষ্ট। ২০১৩ সালে অন্তত ৭৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব, যুক্তরাষ্ট্র দিয়েছে ৩৯ জনকে। তবে আশার কথা হলো, গত চার বছরে প্রথমবারের মতো ইউরোপ আর মধ্য এশিয়ায় কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি।সূত্র : ডয়চে ভেল
বাংলাদেশ সময়: ১০:১১:৪৪ ৪২১ বার পঠিত