মঙ্গলবার, ৪ নভেম্বর ২০১৪
২০১৫ সালে সরকারি ছুটি ২৩ দিন
Home Page » আজকের সকল পত্রিকা » ২০১৫ সালে সরকারি ছুটি ২৩ দিনডেস্ক:সাধারণ ছুটি ১৫ দিন এবং নির্বাহী আদেশের ছুটি ৮ দিন করে ২০১৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এতথ্য জানান। তিনি বলেন, ২০১৫ সালে সাধারণ ছুটি ১৫ দিন, এর মধ্যে ৯ দিনই সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার পড়েছে। আর নির্বাহী আদেশে সরকারি ছুটি ৮ দিন। এর তিন দিনই পড়েছে শুক্র ও শনিবার। আর ৫দিন পড়েছে সরকারি ছুটিতে। মোট সরকারি ছুটি হবে ২৩দিন।
আগামী বছর ঈদে মিলাদুন্নবী দুবার পালিত হবে। ২০১৫ সালের ৪ জানুয়ারি ও ২৪ ডিসেম্বর এ উপলক্ষে ছুটি থাকবে।
বাংলাদেশ সময়: ৬:৫৯:৩৭ ৪২৭ বার পঠিত