সোমবার, ৩ নভেম্বর ২০১৪

সব রায় কার্যকর করে দেশকে অভিশাপমুক্ত করবো : প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » সব রায় কার্যকর করে দেশকে অভিশাপমুক্ত করবো : প্রধানমন্ত্রী
সোমবার, ৩ নভেম্বর ২০১৪



72162_pm-hasina.gifবঙ্গনিউজ:প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধের বিচারের মাধ্যমে সব রায় কার্যকর করে দেশকে অভিশাপমুক্ত করবো। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, যদি স্বাধীনতার ঘোষক দাবী করেন তাহলে কি করে যুদ্ধাপরাধীদের সাথে ঘর সংসার করেন।
জেলহত্যা দিবস উপলক্ষে সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশ তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ২০০৬ সালে উনি বলেছিলেন আমি নাকি বিরোধীদলীয় নেতাও হতে পারব না। ভাগ্যের কী নির্মম পরিহাস আজকে উনি নিজেই বিরোধীদলীয় নেতা হতে পারেন নাই। আর আল্লাহর রহমতে জনগণের ভোটে আমরা আজ ক্ষমতায়। ওনার অভিশাপ যেন আমাদের জন্য আশীর্বাদ।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন ওনার (খালেদা জিয়ার) সহ্য না। আসলে তিনি এখন আফসোস করছেন, ক্ষমতা নাই, দুর্নীতি করতে পারছেন না, কমিশন খেতে পারছেন না।
জাতির জনক বঙ্গবন্ধু ও চার জাতীয় নেতাকে হত্যার পর বাংলাদেশের ইতিহাস বিকৃতির চেষ্টা করা হয় বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরের পর থেকেই সমাবেশে যোগ দিতে ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও আশেপাশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা আসতে শুরু করে। ব্যানার, ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। দুপুর আড়াইটার দিকে সমাবেশ স্থল জনস্রোতে পরিণত হয়। -

বাংলাদেশ সময়: ১৮:১১:৪০   ৩৮৯ বার পঠিত