সোমবার, ৩ নভেম্বর ২০১৪
কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল
Home Page » জাতীয় » কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহালবঙ্গনিউজ:জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ আজ সোমবার সকালে এই রায় ঘোষণা করে। বেঞ্চের অপর তিন সদস্য হলেন- বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
কামারুজ্জামানের বিরুদ্ধে মোট সাতটি অভিযোগ আনা হয়। এর মধ্যে
৩নং অভিযোগে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ৪নং অভিযোগে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড, ১নং অভিযোগে যাবজ্জীবন থেকে অব্যাহতি এবং ২নং (১০ বছর) ও ৭নং (যাবজ্জীবন) অভিযোগে বাই মেজরিটি সাজা বহাল রাখা হয়েছে।
এছাড়া ৫ ও ৬ নং অভিযোগে ট্রাইব্যুনাল কামারুজ্জামানকে অব্যাহতি দেয়। এই দুটি অভিযোগে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সরকার আপিল করেনি।
বাংলাদেশ সময়: ১৩:৫৫:৩২ ৩৭০ বার পঠিত