সোমবার, ৩ নভেম্বর ২০১৪

আবারো হরতাল দিয়েছে জামায়াত

Home Page » আজকের সকল পত্রিকা » আবারো হরতাল দিয়েছে জামায়াত
সোমবার, ৩ নভেম্বর ২০১৪



hortal-8820141103114054.jpgডেস্ক রিপোর্টঃ
আপিলের রায়েও জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল থাকায় দলটির পক্ষ থেকে বুধবার হরতাল ডাকা হয়েছে। জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ হরতাল আহ্বান করেন।মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ আজ সোমবার সকাল ৯টা ১৫ মিনিটে এই রায় প্রদান করেন। রায়ে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার ভোর ৬ টা থেকে ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে জামায়াত। এদিকে আশুরার জন্য হরতাল ১২ ঘণ্টা কমিয়ে আজ সন্ধ্যা ৬ টা পর্যন্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:০৪:৪২   ৩৪৬ বার পঠিত