রবিবার, ২ নভেম্বর ২০১৪
১০ দিন হরতাল-ছুটির ফাঁদে দেশ
Home Page » আজকের সকল পত্রিকা » ১০ দিন হরতাল-ছুটির ফাঁদে দেশডেস্ক রিপোর্ট : মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুইটি রায়কে কেন্দ্র করে ডাকা হরতাল এবং কয়েকটি সরকারি ছুটি মিলে দেশ ১০ দিন ছুটি ও হরতালের ফাঁদে পড়েছে।গত ২৯ অক্টোবর বুধবার ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী রায় ঘোষণা করা হয়। রায়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়। এর প্রতিবাদে ৭২ ঘণ্টার হরতালের ডাক দেয় দলটি। দুইভাগে বিভক্ত এ হরতালের প্রথম দফায় ২৪ ঘণ্টার হরতাল শুরু হয় ২৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে। শেষ হয় শুক্রবার সকাল ৬টায়।
এরপর শুক্র এবং শনিবার ছিল সরকারি ছুটি।
দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয় রোববার সকাল থেকে। চলবে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত। মঙ্গলবার হলো পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি।
এদিকে, রোববার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মীর কাসেম আলীর রায় দেন ট্রাইব্যুনাল। এ রায়ে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে ২৪ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে দলটি। সেই হরতাল থেকে শেষ হবে শুক্রবার সকাল ৬টায়। এরপর শুক্র এবং শনিবার সরকারি ছুটি।
এরমধ্যে হরতাল এবং সরকারি ছুটি ছাড়া দিনটি হলো বুধবার। যে দিনটিতে জামায়াতে ইসলামী সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। এদিন কর্মসূচির মধ্যে ধরলে টানা ১০দিন হরতাল এবং ছুটির মধ্যে থাকে দেশ।
সরকারি ছুটির দিনে সরকারি-বেসরকারি অফিস-আদালত বন্ধ থাকে। আর হরতালে সরকারি অফিস-আদালত খোলা থাকলেও তেমন কাজ হয় না। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে। যান চলাচল করে না। ক্ষতির মুখে পড়ে শিল্পখাত।
বাংলাদেশ সময়: ১৬:৩৭:১৪ ৩৫১ বার পঠিত