শনিবার, ১ নভেম্বর ২০১৪

দুর্গাপুরে জাতীয় যুব দিবস পালিত

Home Page » আজকের সকল পত্রিকা » দুর্গাপুরে জাতীয় যুব দিবস পালিত
শনিবার, ১ নভেম্বর ২০১৪



123.jpgতমালঃদুর্গাপুর(নেত্রকোনা) নিজস্ব প্রতিবেদক :বঙ্গ-নিউজ ডটকমঃনেত্রকোনার দুর্গাপুরে যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে জাতীয় যুব দিবস পালন করা হয় আজ ।
দিবসের মধ্যে বিভিন্ন এলাকা হতে আগত যুবক যুব নারীদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে “লড়ছে যুবক লড়বেই,সমৃদ্ধ বাংলাদেশ গড়বেই” এই প্রতিপাদ্য বিষয়ের উপর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আলাল উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন, অন্যান্যের মধ্যে আলোচনা করেন,উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক,এনজিও সমন্বয় পরিষদের সভাপতি পঙ্কজ মারাক, ওয়ার্ল্ড ভিশন এর কৃষি কর্মকর্তা জগদিশ মন্ডল ও এএসপিএস এর সাধারন সম্পাদক ও সাংবাদিক
বঙ্গ-নিউজ ডটকম তমাল চন্দ্র সাহা বলেন দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ যুবসমাজ। এরাই জাতির প্রাণশক্তি, দেশের মূল্যবান সম্পদ এবং দেশের মানুষের স্বপ্ন ও সম্ভাবনার মূর্ত প্রতীক। শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তাঁদের মধ্যে নেতৃত্ব, দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগিয়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে।
যুবসমাজকে দক্ষ জনসম্পদে পরিণত করতে তথ্য-প্রযুক্তিসহ বিভিন্নমুখী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুবদেরকে কর্মসংস্থান ব্যাংক থেকে বিনা জামানতে ১ লাখ টাকা ঋণ সুবিধা দেওয়া হচ্ছে। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে বিদেশ গমনেচ্ছুরা সহজ শর্তে ঋণ গ্রহণ করতে পারছেন। ন্যাশনাল সার্ভিস কর্মসূচির মাধ্যমে কুড়িগ্রাম, বরগুনা ও গোপালগঞ্জ এবং রংপুর বিভাগের ৭টি জেলার ৮টি উপজেলায় মোট ৭০ হাজার ৫২১ জন উপকারভোগীর অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।বলেন,আমি আশা করি, বিপুল প্রাণশক্তিতে উজ্জীবিত যুবসমাজ তাঁদের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন সাধন করবেন। রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র্য-নিরক্ষরতামুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়তে যুবসমাজই অগ্রণী ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৪:২৬:২২   ৪০৭ বার পঠিত