বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০১৪
রেলমন্ত্রীর হানিমুন মালদ্বীপে!
Home Page » এক্সক্লুসিভ » রেলমন্ত্রীর হানিমুন মালদ্বীপে!কাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ ঢাকা: পঞ্জিকার হিসাবে কেটেছে ৬৭টি বসন্ত, তবু যেন তারুণ্য ধরে রেখেছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব। তার ভাষ্য মতে, ২৭ বছরে আটকে আছেন তিনি।
মনের এই বয়সটাকে সঙ্গী করে ‘মনের মানুষ’ হনুফা আক্তার রিক্তাকে শুক্রবার হেমন্তের মিষ্টি বিকালে লাজুক কণ্ঠে বলে দিলেন ‘কবুল’। অপর প্রান্তের জবাবটিও ছিল একই। যার মধ্য দিয়ে সম্পন্ন হলো বাংলাদেশে স্মরণকালের সব থেকে আলোচিত বিয়ের আনুষ্ঠানিকতা। এর সঙ্গে দাম্পত্যজীবনে নববধূ রিক্তার প্রেমে জীবন সিক্ত রেলমন্ত্রী।এবার মধু চন্দ্রিমার পালা। রেলমন্ত্রী কোথায় করবেন মধু চন্দ্রিমা। বিয়ের এক মাস আগে মন্ত্রী বলেছিলেন, রেল ভ্রমণ করেই সারবেন হানিমুন। তবে মন্ত্রীর আগের কথা যে থাকছে না তার আভাস পাওয়া যাচ্ছে।
নব নববধূ হনুফা আক্তার রিক্তার বড় ভাই আলাউদ্দিন মুন্সী বলছেন, তার বোন-জামাইয়ের মধুচন্দ্রিমা হতে পারে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বা মালদ্বীপে।
শুক্রবার বিকালে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তিনি বলেন, “আমি নিজে ব্যবসা করি মালদ্বীপে, আমার হোটেল ও রেস্তোরাঁর ব্যবসা রয়েছে। নতুন জামাই ইচ্ছা করলে সেখানে হানিমুনে যেতে পারেন।”
তিনি বলেন, “আরেক ভাই নাসির মুন্সী থাকেন দুবাইতে। সেখানেও ইচ্ছা করলে যেতে পারেন মন্ত্রী।”
বোনের বিয়ে উপলক্ষে দুই ভাই বর্তমানে বাংলাদেশে।
তবে মুধচন্দ্রিমার বিষয়ে এখনো কিছু জানাননি নতুন বর মুজিবুল হক।
বিয়ের অনুষ্ঠানস্থলে কনে রিক্তার ভাতিজা শোয়েব আক্তার বলেন, “মধুচন্দ্রিমার বিষয়ে পাত্রী এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। নতুন বর যেখানে যাওয়ার সিদ্ধান্ত নিবেন, সে অনুযায়ীই মধুচন্দ্রিমা হতে পারে।”
বিয়ের পর নতুন বউকে নিয়ে রাজধানীর মিন্টো রোডে মন্ত্রীপাড়ায় অ্যাপার্টমেন্টে উঠছেন মন্ত্রী। সেখানেই শুরু হচ্ছে তাদের সংসার যাত্রা।
বাংলাদেশ সময়: ১৪:৫০:৩৮ ৩৫৯ বার পঠিত