শুক্রবার, ৩১ অক্টোবর ২০১৪
অভিযোগের তীর নতুন প্রি-পেইড বৈদ্যুতিক মিটার এর !
Home Page » জাতীয় » অভিযোগের তীর নতুন প্রি-পেইড বৈদ্যুতিক মিটার এর !বঙ্গ-নিউজ ডটকমঃ বৃহৎ পরিসরে কাজ শুরুর আগেই প্রশ্নের মুখে বৈদ্যুতিক মিটারের নতুন সংস্করণ প্রি-পেইড মিটার। পরীক্ষামূলক কার্যক্রমেই গ্রাহকদের নানা অভিযোগের তীর নতুন এই মিটারের দিকে। গ্রাহকদের অভিযোগ, ত্রুটিপূর্ণ রেটিং এর কারণে বিদ্যুৎ বিল বাবদ প্রতি মাসেই গুণতে হচ্ছে আগের থেকে অনেক বেশি টাকা।বিশেষজ্ঞরা বলছেন, কর্তৃপক্ষের উদাসীনতা আর অসাধু ব্যবসায়ীদের কারণেই ত্রুটিপূর্ণ মিটার বাজারে আসছে। তবে এ অভিযোগ অস্বীকার করে ডিপিডিসি বলছে, অধিক কার্যকর বলেই প্রি-পেইড মিটারের ব্যবহার বাড়াতে কাজ করছেন তারা।
ডিজিটাল মিটার সম্পর্কিত এসব অভিযোগের পরই বাজারে নতুন মিটার আনার কাজ শুরু করে বিদ্যুৎ বিভাগ। ২০১৪ সালের পহেলা জুন রাজাধানীর আজিমপুরে ডিপিডিসি ও সেনাবাহিনীর প্রতিষ্ঠান বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড যৌথ উদ্যোগে প্রিপেইড মিটার বসানোর কাজ শুরু করে। তবে পরীক্ষামূলক কার্যক্রমেই প্রশ্নের মুখে পড়েছে বৈদ্যুতিক মিটারের নতুন এই সংস্করণ।
তবে ডিপিডিসি’র দাবি, অন্যান্য মিটারের চেয়ে প্রিপেইড মিটার অনেক বেশি নির্ভুল এবং অধিক কার্যকর।
এদিকে প্রিপেইড মিটারে গ্রাহক ভোগান্তির জন্য কর্তৃপক্ষীয় গাফিলতি ও ক্ষেত্র বিশেষে অসাধুতাকে দায়ী করলেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, মিটারের যথার্থতা যাচাই না করে বাজারজাত করায় বারবারই হচ্ছে এমন সমস্যা।
এ অবস্থায় বিশেষজ্ঞদের আশঙ্কা, অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণের পাশাপাশি ভাল মানের পরীক্ষিত মিটার বাজারে না আনলে ডিজিটাল মিটারের মত প্রিপেইড মিটার কার্যক্রমও ব্যার্থ হয়ে যেতে পারে।
বাংলাদেশ সময়: ১৩:২০:০০ ৪২০ বার পঠিত