বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০১৪
বেশি বয়সে বিয়ে করে আনন্দিত রেলপথ মন্ত্রী
Home Page » এক্সক্লুসিভ » বেশি বয়সে বিয়ে করে আনন্দিত রেলপথ মন্ত্রীবঙ্গ-নিউজ ডটকমঃআমার যখন স্বাভাবিক বিয়ের বয়স হয়েছিল তখন বিয়ে করলে যে আনন্দ আমি উপভোগ করতাম আজ বেশি বয়সে বিয়ে করে তার চেয়ে বেশি আনন্দ উপভোগ করছি। কারণ, এই বিয়ে নিয়ে দেশব্যাপী আমার ভক্ত, শুভাকাঙ্খী থেকে শুরু করে কর্মীরা যেভাবে আমাকে সেল ফোনে সাক্ষাতে উৎসাহ উদ্দীপনা ও মঙ্গল কামনা করে যাচ্ছেন ওই বয়সে বিয়ে করলে হয়তো তা আমি পেতাম না। গায়ে হলুদ অনুষ্ঠানে আভিজাত্যের প্রতীক কাতান পাঞ্জাবি পড়ে লাজুক হাসি দিয়ে এমনভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন ৬৭ বছর বয়সী চির সবুজের প্রতীক হয়ে উঠা রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি।হলুদ অনুষ্ঠান একসাথে করার ব্যাপারে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের পরিবার ও রিক্তাদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী একসাথে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মন্ত্রী বললেন, রিক্তা এসেছে তার পরিবার নিয়ে একটি মঞ্চে বসেছে, আমি আমার আত্মীয় স্বজন নিয়ে আরেকটি মঞ্চে বসেছি।
কুশল বিনিময়ের এক পর্যায়ে গায়ে হলুদ অনুষ্ঠানে নির্মল হাসি দিয়ে মন্ত্রী সাংবাদিকদের বললেন, আমি নেত্রীর (শেখ হাসিনা) কাছে মঙ্গলবারও দোয়া নিয়ে এসেছি। তিনি আমাকে দোয়া করেছেন যাতে বিয়ের সব অনুষ্ঠান সুন্দরভাবে হয়।
বিয়ে উপলক্ষে দলীয় নেতারা সবাই খুশি, দেশবাসীও খুশি। এর কারণ দেশের মানুষ আমাকে স্নেহ ও মমতা করে।
বাংলাদেশ সময়: ১৮:৫০:২৯ ৪৫৩ বার পঠিত