বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০১৪
গ্রামীনফোনের ৯ মাসের নিট আয় এক হাজার ৫৯০ কোটি টাকা
Home Page » অর্থ ও বানিজ্য » গ্রামীনফোনের ৯ মাসের নিট আয় এক হাজার ৫৯০ কোটি টাকাবঙ্গ-নিউজ ডটকমঃদেশের শীর্ষ মোবাইলফোন অপারেটর গ্রামীণফোনের রাজস্ব আয়, গ্রাহক বৃদ্ধি ও সরকারের কোষাগারে অর্থ প্রদানের পরিমাণ বেড়েছে। অপারেটরটি চলতি বছরের প্রথম ৯ মাসে নিট আয় করেছে এক হাজার ৫৯০ কোটি টাকা। শেয়ারপ্রতি আয় করেছে ১১ টাকা ৭৯ পয়সা।
রাজধানীর একটি অভিজাত হোটেলে গতকাল বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য তুলে ধরে অপারেটরটি সন্তোষ প্রকাশ করে গ্রাহকদের ধন্যবাদ জানিয়েছে।
এতে বক্তব্য রাখেন সিইও বিবেক সুদ, সিএফও দিলিপ পাল এবং সিএমও অ্যালান বনকে।
দিলিপ পাল জানান, চলতি বছরের প্রথম ৯ মাসে রাজস্ব আয় করেছে সাত হাজার ৬৭৪ কোটি টাকা। এটি গত বছরের একই সময়ের তুলনায় শতকরা ৬ দশমিক ১০ ভাগ বেশি। গত বছরের একই সময়ের তুলনায় দেয়া সেবা থেকে প্রাপ্ত রাজস্ব বেড়েছে ৫ দশমিক ৮ ভাগ এবং ডিভাইস ও অন্যান্য খাত থেকে আয় বেড়েছে ১৩ দশমিক ২ ভাগ।
শুধু তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির হার কম ছিল, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪ ভাগ বেশি মাত্র। প্রধানত ভয়েস, ডাটা ব্যবহার, এসএমএস ও কনটেন্ট সেবা থেকে রাজস্ব বৃদ্ধির কারণে প্রথম ৯ মাসে এই প্রবৃদ্ধি হয়েছে। আন্তঃসংযোগ রাজস্ব বৃদ্ধি, ডিভাইস বিক্রয় বৃদ্ধি, হোলসেল ও ফিনান্সিয়াল সার্ভিস খাতও প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে উল্লেখ করে সিএফও বলেন, তবে সেবা থেকে অর্জিত রাজস্বের প্রবৃদ্ধি প্রধানত ফুটবল বিশ্বকাপ এবং শেষের দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কম হয়েছে। তারপরেও গত ১৯ সেপ্টেম্বর কল টার্মিনেশন রেট ৫০ ভাগ হ্রাস পাওয়ায় আন্তর্জাতিক আন্তঃসংযোগ আয় কম হয়েছে।
চলতি বছরের প্রথম ৯ মাসে গ্রামীণফোন ৪২ দশমিক ৫ লাখ নতুন গ্রাহক সংগ্রহ করেছে, যার ফলে গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৫ দশমিক ২৯ কোটি ও মার্কেট শেয়ার হয়েছে প্রায় ৪২ দশমিক ৪ ভাগ।
টেলিকম শিল্পের আনুমানিক ৭ দশমিক ৩ ভাগ প্রবৃদ্ধির তুলনায় গ্রামীণফোনের প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ২ ভাগ, ফলে কোম্পানির মার্কেট শেয়ার বেড়েছে আর নেতৃত্ব আরো দৃঢ় হয়েছে বলে জানান অ্যালান বনকে।
গ্রামীণফোনের মোট গ্রাহকের ২০ ভাগ অর্থাৎ এক কোটি দুই লাখ ইন্টারনেট ব্যবহার করছেন। তাদের ইন্টারনেট ব্যবহারের প্রবৃদ্ধি বেশ উৎসাহব্যঞ্জক, এর ফলে সবার জন্য ইন্টারনেট প্রদানের পথ আরো উজ্জ্বল হয়েছে বলেও মনে করেন অ্যালান।
বিবেক সুদ বলেন, উদ্ভাবনী এবং গ্রাহককেন্দ্রিক সেবা ও পণ্যের মাধ্যমে পাঁচ কোটি গ্রাহকের মাইলফলক অতিক্রমের পেছনে দেশব্যাপী শক্তিশালী ও নির্ভরযোগ্য নেটওয়ার্ক বিরাট অবদান রেখেছে।
তিনি বলেন, তীব্র প্রতিযোগিতার পাশাপাশি কিছু প্রতিকূলতার কারণে প্রবৃদ্ধির ধারা কিছুটা ব্যাহত হয়েছে। আগামীতে বাজারের প্রতি আমাদের শ্রেণীভিত্তিক পদ্ধতি এবং মাঠপর্যায়ে পরিকল্পনা বাস্তবায়ন গ্রামীণফোনকে তার শেয়ারহোল্ডারদের জন্য আরো লাভজনক করা সম্ভব হবে।
আয়কর প্রদানের পর গত বছরের প্রথম নয় মাসের শতকরা ১৪ দশমিক ৮১ ভাগ মার্জিনসহ ১০৭১ কোটি টাকা মুনাফার তুলনায় চলতি বছরের একই সময়ে নিট মুনাফা হয়েছে শতকরা ২০ দশমিক ৭৫ ভাগ মার্জিনসহ ১৫৯২ কোটি টাকা।
রাজস্ব বৃদ্ধি ও পরিচালন ব্যয়ে দতার কারণে এই অর্জন সম্ভব হয়েছে। এককালীন করের প্রভাব স্বাভাবিক হওয়ায় এবং জিপিআইটি থেকে আয়ের কারণে এনপ্যাট প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ৩৩ ভাগ। চলতি বছরের প্রথম ৯ মাসে শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ১১ দশমিক ৭৯ টাকায় যা, গত বছরের একই সময় ছিল ৭ দশমিক ৯৩ টাকা।
এ বছরের প্রথম ৯ মাসে ৬৪ জেলায় থ্রিজি বিস্তার, টুজির ধারণমতা বৃদ্ধিতে গ্রামীণফোন ৯২৯ কোটি টাকা বিনিয়োগ করেছে। দেশের বৃহত্তম করদাতা গ্রামীণফোন চলতি বছরের প্রথম ৯ মাসে কর, ভ্যাট, শুল্ক ও লাইসেন্স ফি আকারে রাষ্ট্রীয় কোষাগারে চার হাজার ৬৪৮ কোটি টাকা জমা দিয়েছে, যা কোম্পানির মোট রাজস্বের ৬১ ভাগ।
বাংলাদেশ সময়: ৯:২৪:৪২ ৪৫৫ বার পঠিত