বুধবার, ২৯ অক্টোবর ২০১৪

প্রমাণ হয়েছে, আওয়ামী লীগ-জামায়াত আঁতাত নেই: খাদ্যমন্ত্রী

Home Page » আজকের সকল পত্রিকা » প্রমাণ হয়েছে, আওয়ামী লীগ-জামায়াত আঁতাত নেই: খাদ্যমন্ত্রী
বুধবার, ২৯ অক্টোবর ২০১৪



image_81241_0.jpgডেস্ক রিপোর্টঃমানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। একই সঙ্গে আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে আঁতাত হয়েছে- সম্প্রতি গণ-জাগরণ মঞ্চসহ বিভিন্ন সংগঠনের এমন অভিযোগও নাকচ করে দিয়েছেন সংগঠনটির নেতারা। খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, যৌক্তিক কারণে নিজামীর রায় বিলম্বিত হয়েছে। এ রায়ে প্রমাণিত হয়েছে জামায়াতের সঙ্গে সরকারের কোনো আঁতাত নেই।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বুধবার দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নিজামীর রায় ঘোষণার পর দলটির প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। কামরুল ইসলাম বলেন, সরকার প্রমাণ করেছে, আদালত স্বাধীন। বিচারকরাও স্বাধীনভাবে রায় দিচ্ছেন। গোলাম আযমের রায়ের পর অনেকে অনেক কথা বলেছিলেন। এখন তো আর বলার কিছু নেই। কামরুল ইসলাম আরও বলেন, জামায়াত যদি হরতালের নামে এবার কোনো নাশকতা করে, তাহলে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। জামায়াতকে কোনো ছাড় দেওয়া হবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:২১   ৩৬৮ বার পঠিত