বুধবার, ২৯ অক্টোবর ২০১৪

দুর্গাপুরে পরিবেশগত সমস্যা ও করণীয় শীর্ষক আলোচনা

Home Page » আজকের সকল পত্রিকা » দুর্গাপুরে পরিবেশগত সমস্যা ও করণীয় শীর্ষক আলোচনা
বুধবার, ২৯ অক্টোবর ২০১৪



durgapur-bala-picture.jpgনিজস্ব প্রতিবেদক :বঙ্গ-নিউজ ডটকমঃনেত্রকোনা জেলার দুর্গাপুরে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি( বেলা ) এর আয়োজনে হাজং মাতা রাশিমণি কল্যাান পরিষদের সহযোগিতায় অপরিকল্পিত ভাবে সরকারী নীতিমালা উপেক্ষা করে সোমেশ্বরী নদী থেকে বালু ও বিজয়পুরের সাদামাটি উত্তোলন বিষয়ে স্থানীয় ভাবে কি করনীয় শীর্ষক এক আলোচনা সভা বুধবার হাজং মাতা রাশিমণি কল্যান পরিষদ কক্ষে অনুষ্টিত হয়।
হাজং মাতা রাশিমণি কল্যান পরিষদের সভাপতি মতিলাল হাজং এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় মূখ্য অলোচক হিসাবে অংশ নেন বেলার উর্ধ্বতন গবেষনা কর্মকর্তা সোমনাথ লাহেড়ী । তিনি বলেন বালু উত্তোলন বন্ধে ও সরকারী নীতিমালা অনুয়ায়ী কেন করা হবে না এই মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ দিয়েছে বেলা। অন্যান্যদের মধ্যে অলোচনায় অংশ গ্রহন করেন সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, সাংবাদিক এন,সি সরকার, পৌর সুজন সম্পাদক নূরুল ইসলাম, ক্ষতিগ্রস্থ এলাকার প্রতিনিধি মোহাম্মদ আলী, সন্ধ্যা রানী হাজং, পিযূষ চিরান প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৫:৩০:৪৭   ৪৩৫ বার পঠিত