বুধবার, ২৯ অক্টোবর ২০১৪

দোষী সাব্যস্ত নিজামী

Home Page » জাতীয় » দোষী সাব্যস্ত নিজামী
বুধবার, ২৯ অক্টোবর ২০১৪



11111111111111images2.jpg

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। তার অভিযোগ ট্রাইব্যুনাল-১ এ প্রমাণিত হয়েছে।এর আগে বুধবার বেলা ১১টা ৭ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের বক্তব্যের মধ্য দিয়ে ২০৪ পৃষ্টার রায় পড়া শুরু হয়।
শুরুতেই ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, ‘আমরা অপেক্ষায় ছিলাম কবে রায় দিতে পারবো। এ জন্য অনেকে অনেক কথাই বলেছেন। ন্যায় বিচার ও আইনের শাসনের কথা আদালত বলতে পারেন, অন্য কেউ বলতে পারে না। আমরা টক-শো কিংবা রাস্তায় আদালতের বিষয়ে কোনো কথা বলতে পারি না। মন্তব্য করার সময় আমাদেরকে জবাবদিহির কথা মনে রাখতে হবে।’
তিনি বলেন, ‘আমাদেরকে অনেকেই অভিযুক্ত করেন রায়ের ব্যাপারে ওপর থেকে নির্দেশ আসে। কিন্তু না আইন ও সংবিধান দেখেই রায় দেয়া হয়।’
এরপর নিজামীর মামলার সংক্ষিপ্ত রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারপতি আনোয়ারুল হক। পরবর্তী অংশ বিচাপতি জাহাঙ্গীর হোসেন পড়া শুরু করেছেন। পরে রায়ের মূল অংশটি পড়বেন চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম।

বাংলাদেশ সময়: ১৫:০৭:২৯   ৪২৭ বার পঠিত