মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০১৪

বরফাচ্ছন্ন এন্টার্কটিকায় বিমানক্ষেত্র বানাবে চীন

Home Page » বিশ্ব » বরফাচ্ছন্ন এন্টার্কটিকায় বিমানক্ষেত্র বানাবে চীন
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০১৪



cl.jpgবঙ্গ-নিউজ:রাজনীতিমুক্ত এন্টার্কটিকা মহাদেশে একটি বিমানক্ষেত্র প্রতিষ্ঠার পরকিল্পনা করছে চীন। এ খবর দিয়েছে বেইজিং ইভিনিং নিউজ।পত্রিকাটি বলেছে, পূর্ব এন্টার্কটিকার লারসেম্যান পাহাড়ি এলাকার চীনা এন্টার্কটিক ঝংসান স্টেশনের কাছে চীন সরকার এ বিমানক্ষেত্র তৈরির পরিকল্পনা করেছে। বরফাচ্ছন্ন মহাদেশে চীনের যে চারটি গবেষণা কেন্দ্র রয়েছে সেগুলোকে সহায়তা করবে এ বিমানক্ষেত্র। তবে এর রানওয়ের দৈর্ঘ্য কিংবা সক্ষমতা কি হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায় নি পত্রিকাটি।

পত্রিকার খবরে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার চীনের জুয়ে লং বা স্নো ড্রাগন নামের আইসব্রেকার এন্টার্কটিকায় অভিযানে রওয়ানা দেবে।

এর আগে, গত এপ্রিল মাসে স্নো ড্রাগন তার ৩০তম অভিযান শেষ করে। প্রায় ৩০ বছর আগে দক্ষিণ মেরু বা এন্টার্কটিকায় অভিযান শুরু করে চীন।#

বাংলাদেশ সময়: ১৫:৩৫:৫৬   ৩৫১ বার পঠিত