মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০১৪

মাওলানা নিজামীর রায় আগামীকাল

Home Page » জাতীয় » মাওলানা নিজামীর রায় আগামীকাল
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০১৪



matiur-rahman-nizami-chie-007.jpgবঙ্গ-নিউজ:মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মামলার রায় আগামীকাল বুধবার ঘোষণা করা হবে। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করবেন। অন্য দুই সদস্য হচ্ছেন বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন।
মাওলানা নিজামীকে আগামীকাল অবশ্যই হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোখলেসুর রহমান বাদল বলেন, মাওলানা নিজামীর বিরুদ্ধে ১৬টি অভিযোগের ১৫টিতে ২৬ জন সাক্ষ্য দিয়েছে। তার বিরুদ্ধে সব অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আদালতের কাছে আমরা নিজামীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছি।

এদিকে মাওলানা নিজামীর আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, মাওলানা নিজামী জামায়াতের আমির না হলে তার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হতো না। তার বিরুদ্ধে সব অভিযোগ কাঁচা মিথ্যা। প্রসিকিউটররা তাকে একদিকে আল বদরের সুপ্রিম কমান্ডার বলেছেন। অন্যদিকে নৌকায় গলুইয়ে বাঁধা লুঙ্গিপরা রাজাকারও বলা হয়েছে তাকে। কথায় কথায় মৃত্যুদণ্ড চাওয়া তাদের ফ্যাশনে পরিণতে হয়েছে। বাংলালিংক দামে তারা মৃত্যুদণ্ড দিতে চায়।

তিনি বলেন, মাওলানা নিজামীর বিরুদ্ধে ১৬ নং অভিযোগ প্রসিকিউশনকে বেলজিয়াম থেকে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৪:১২   ৩৬২ বার পঠিত