রবিবার, ২৬ অক্টোবর ২০১৪

প্রেমিকের হাতে গণধর্ষণের পর খুন হয়েছেন ফাতেমা আক্তার

Home Page » প্রথমপাতা » প্রেমিকের হাতে গণধর্ষণের পর খুন হয়েছেন ফাতেমা আক্তার
রবিবার, ২৬ অক্টোবর ২০১৪



i77777mages.jpgকুমিল্লায় মোবাইল ফোনে প্রেমের টানে ঘর ছেড়ে প্রেমিকের হাতে গণধর্ষণের পর খুন হয়েছেন ফাতেমা আক্তার (১৮)। হত্যার পর মৃতদেহটি ফেনী সদর হাসপাতালে রেখে পালিয়ে গেছেন কুমিল্লা চৌদ্দগ্রামের মোবাইল ব্যবসায়ী প্রেমিক সাগর ও তার সহযোগিরা। রোববার দুপুরে ময়নাতদন্ত লাশটি পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

নিহত ফাতেমা আক্তার বাগেরহাট জেলার পূর্ব শেহেলা গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে। তিনি ঢাকায় বসবাস করতেন।

নিহতের পরিবার জানায়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী বাজারের সাগর টেলিকমের মালিক সাগরের সঙ্গে ফাতেমা আক্তারের মোবাইল ফোনে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

প্রেমিক সাগরের কথা অনুযায়ী শনিবার সকাল ১১টায় ঢাকা থেকে গুণবতী বাজারে আসেন ফাতেমা। প্রাথমিক আপ্যায়ন শেষে ফাতেমাকে নিয়ে গোপন আস্তানায় যান সাগর। সেখানে তারা কয়েকজন মিলে দিনভর গণর্ধষণের পর ফাতেমাকে হত্যা করেন।

খুনের দায় থেকে রেহাই পেতে রাতে মুখে বিষ ঢেলে মৃতদেহটি ফেনী সদর হাসপাতালে নিয়ে যান এবং বিষপানে আত্মহত্যা করেছে বলে পালিয়ে যায় তারা। পরে ফাতেমার বড় ভাই আবদুল আলীম ও আবদুল আউয়ালকে ফোন করে সাগর জানান, তার বোন ফেনীতে এসে বিষপানে আত্মহত্যা করেছে।

শনিবার রাত ৩টার দিকে নিহতের দুই ভাই ও আত্মীয় স্বজনরা ফেনী সদর হাসপাতালে এসে মৃতদেহটি সনাক্ত করেন। এ ঘটনায় ৭-৮ জনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেছেন নিহতের স্বজনরা। ময়না তদন্ত শেষে রোববার দুপুরে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:০৮   ৩৬৮ বার পঠিত