রবিবার, ২৬ অক্টোবর ২০১৪

সূর্যের আলোয় চলবে রিকশা

Home Page » আজকের সকল পত্রিকা » সূর্যের আলোয় চলবে রিকশা
রবিবার, ২৬ অক্টোবর ২০১৪



1414124437.jpgতমালঃদুর্গাপুর(নেত্রকোনা) নিজস্ব প্রতিবেদক :বঙ্গ-নিউজ ডটকমঃঘোরাতে হবে না প্যাডেল। খরচ হবে না বিদ্যুত্। সূর্যের আলোয় চলবে রিকশা। সম্প্রতি এমন এক রিকশা উদ্ভাবন করেছেন তরুণ উদ্ভাবক ও বেসরকারি উন্নয়ন সংস্থা এস কে এফ সৌরবিদ্যুত্ প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হোসেন শান্ত। পরীক্ষামূলকভাবে রাজধানীর বাসাবো এলাকায় চালানো হচ্ছে অভিনব এই রিকশা। তিন চাকার এ রিকশায় চড়তে পারবে চার যাত্রী। তিনি এই গাড়ির নাম দিয়েছেন ‘সূর্য গাড়ি’। বাসাবো এলাকায় রয়েছে তাদের নিজস্ব একটি কারখানা।উদ্ভাবক শান্ত জানান, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি কাজে লাগিয়ে দেশে প্রথমবারের মতো সৌরবিদ্যুত্ চালিত রিকশা মডেলের নতুন ধরনের এ গাড়ি উদ্ভাবন করেছেন তিনি। বিদ্যুতের অপচয় ও পরিবেশদূষণ ঠেকাতে এই রিকশা কার্যকর ভূমিকা রাখবে বলে তার বিশ্বাস।

এস কে এফের তথ্যমতে, এককালীন বিনিয়োগের পর এই রিকশা ব্যবহারে তেমন কোনো খরচ নেই। চার্জ হবে প্রাকৃতিক নিয়মে। বাহনটি দেখতে সুন্দর। সাধারণ রিকশার চেয়ে দ্বিগুণ যাত্রী বসতে পারবে।

ব্যাটারিগুলোর তিন বছরের ওয়ারেন্টি থাকছে। সৌর প্যানেলের থাকছে ২০ বছরের ওয়ারেন্টি। রয়েছে মিউজিক প্লেয়ার সিস্টেম, হেডলাইন, ব্যাকলাইট ও হোমলাইট। এ গাড়িতে চড়তেও আরাম। রিকশার সামনে ও পিছনে রয়েছে গিয়ার। আরও রয়েছে হাইড্রোলিক ব্রেকসহ ডাবল ব্রেক। নিরাপদ ডিফেন্ডার। সূর্যের আলোয় চালিত এই রিকশা নিয়ে মানুষের কৌতূহল বাড়ছে।

উদ্ভাবক সাজ্জাদ হোসেন বলেন, এখন সড়কে যে সব ব্যাটারিচালিত অটোভ্যান ও রিকশা চলছে, সেগুলোয় দৈনিক প্রায় ১০০ টাকার বিদ্যুত্ খরচ হয়। বিদ্যুত্ ঘাটতির দেশে এটি মড়ার উপর খাঁড়ার ঘা। নবায়নযোগ্য অফুরন্ত সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুতের খরচ কমানো সম্ভব। সূর্য গাড়ি তারই একটি প্রমাণ।

তিনি আরও জানান, বছর দুয়েক আগে সূর্যগাড়ি তৈরির ধারণাটি প্রথম তার মাথায় আসে, যখন বর্তমানে বহুল ব্যবহূত অটোভ্যান ও রিকশার প্রচল শুরু হয়। তিনি আরও জানান, গাড়িটি তৈরি করার পর তিনি অনেক সাড়া পাচ্ছেন। রিকশা চালকরা গাড়িটি ব্যবহারে আগ্রহ প্রকাশ করছেন। সরকারি সমর্থন পেলে শান্ত গাড়িটি বাণিজ্যিকভাবে উত্পাদন শুরু করতে চান।

খরচ ও দাম: সূর্যচালিত এ রিকশা তৈরিতে খরচ হচ্ছে ৮০-৯০ হাজার টাকা। গাড়িটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ টাকা।

এস কে এফ কর্তৃপক্ষ আরও জানান, সূর্য গাড়ির ছাদে স্থাপিত সৌর প্যানেলের মাধ্যমে ব্যাটারি চার্জ হয়। সেই চার্জে চলে গাড়ি। এতে উন্নতমানের চার্জ কন্টোলার ও নিজেদের তৈরি সার্কিট ব্যবহার করার কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়িটি চলবে। রাতে চালানোর জন্য দুই ঘণ্টা চার্জ ব্যাক-আপ সুবিধা রয়েছে।

দুই বছর অক্লান্ত পরিশ্রম করে তৈরি করা এই অভিনব রিকশা দেশ ও জনগণের কল্যাণে তিনি বাজারে ছেড়ে দিতে চান। এই জন্য তার প্রয়োজন সরকারি সহযোগিতা। সরকার থেকে অনুমোদন মিললে তিনি এটি বাজারজাত করবেন বলে জানান।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৩২   ৪২৬ বার পঠিত