রবিবার, ২৬ অক্টোবর ২০১৪
বৈদেশিক সহায়তা ছাড় পাচ্ছে না : অর্থমন্ত্রী
Home Page » অর্থ ও বানিজ্য » বৈদেশিক সহায়তা ছাড় পাচ্ছে না : অর্থমন্ত্রীবঙ্গ-নিউজ ডটকমঃঅর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, পাইপ লাইনে বৈদেশিক সহায়তা অনেক রয়েছে। কিন্তু তা ছাড় হচ্ছে না। স্বাধীনতা পরবর্তী জিডিপিতে বৈদেশিক সাহায্যের পরিমাণ ছিল ১২ শতাংশ। এখন তা কমে জিডিপি’র ২ দশমিক ১৮ শতাংশে দাড়িয়েছে।আজ সকালে শেরেবাংলানগরস্থ এনইসি মিলনায়তনে বৈদেশিক সহায়তা বিষয়ক ওয়েব পোর্টাল বাংলাদেশ এইমস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. মেজবাহউদ্দিনের সভাপতিত্বে ইআরডি আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, ইউএসএইড মিশন ডিরেক্টর জেনিনা জারু জেলিক।
ইআরডি জানায়, এর মাধ্যমে বিদেশ থেকে আসা উন্নয়ন সাহায্য সম্পর্কিত যাবতীয় তথ্য ও উপাত্তসমূহ অনলাইনে একটি নির্দিষ্ট ওয়েবসাইটে রক্ষণাবেক্ষণ ও প্রয়োজন মতো ব্যবহার করা সম্ভব। বাংলাদেশে সরকার ও দাতাসংস্থাসমূহ এই সিস্টেমের মাধ্যমে লাভবান হবে। বিশ্বের ৪০টি দেশ এ ধরনের সফটওয়ার ব্যবহার করছে। এ পর্যন্ত ১৭টি দাতাসংস্থা বাংলাদেশের এইমস-এ রেজিস্ট্রেশন করেছে।
বাংলাদেশ সময়: ১৪:১৬:০৪ ৩৯০ বার পঠিত