শনিবার, ২৫ অক্টোবর ২০১৪
গ্যাড়াকলে পড়ে কাঁদতেও পারছে না বিএনপি: কামরুল
Home Page » জাতীয় » গ্যাড়াকলে পড়ে কাঁদতেও পারছে না বিএনপি: কামরুলবঙ্গ-নিউজ ডটকমঃ জামায়াতে ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের মৃত্যুর পর বিএনপির নির্লিপ্ততা নিয়ে বিদ্রুপ করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপি এমন একটা গ্যাড়াকলে পড়েছে যে তারা এখন কাঁদতেও পারছেন না। তাদের বুকে এখন শুধু চাঁপাকান্না। সেজন্যই তাদের নেতারা অসংলগ্ন কথা বলছেন।
শনিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শেখ রাসেলের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় কামরুল ইসলাম বলেন, বিএনপির আন্দোলনের ভাঙা ক্যাসেট শুনতে শুনতে সরকার তাদের মেয়াদ শেষ করবে।
আন্দোলনের ঘোষণা দিয়ে বিএনপির একজন নেতা দলীয় কার্যালয়ে কাঁথা-বালিশ নিয়ে বসে থাকেন। কিন্তু অফিসের সামনে একটা মশাও দেখা যায় না।
আন্দোলন করতে শক্তি, সাহস ও আদর্শ লাগে। কিন্তু বিএনপির কোনোটিই নেই বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপিকে নির্মূল না করা পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সতর্ক থেকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করার আহ্বান জানান খাদ্যমন্ত্রী।
পাশাপাশি ২৬ তারিখের হরতাল প্রত্যাহার করার জন্য আলেমদের প্রতিও আহ্বান জানান তিনি।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার সাহাবুদ্দিন, জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬:১১:৪৩ ৩৭৩ বার পঠিত