শুক্রবার, ২৪ অক্টোবর ২০১৪
সব রাজনৈতিক হত্যার দায়ে শেখ হাসিনার বিচার হবে-মির্জা ফখরুল ইসলাম
Home Page » জাতীয় » সব রাজনৈতিক হত্যার দায়ে শেখ হাসিনার বিচার হবে-মির্জা ফখরুল ইসলামবঙ্গ-নিউজ ডটকমঃ সব রাজনৈতিক হত্যাকাণ্ডের দায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
প্রসঙ্গত, আসেম সম্মেলনে নিয়ে বৃহস্পতিবার গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আন্দোলনের নামে যে কোনো ধরনের অরাজকতা কঠোর হস্তে দমন করা হবে। এবার আমার দেশের একটা মানুষের গায়ে হাত দিয়ে দেখুক, তার পরিণতি কি হবে সেটাও তারা দেখবে।’
প্রধানমন্ত্রীর এমন হুমকির প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, ‘শেখ হাসিনার বাহিনী ৩১০ নেতাকর্মীকে হত্যা এবং ৬৫ নেতাকর্মীকে গুম করেছে। এ সব রাজনৈতিক হত্যাকাণ্ডের দায় তার, এজন্য তাকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে।’
তিনি বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম গ্রেনেড হামলা মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা বিচারাধীন বিষয়ে শেখ হাসিনার হস্তক্ষেপেরই অংশ।
বাংলাদেশ সময়: ১৭:৪৫:০০ ৩৪৮ বার পঠিত