শুক্রবার, ২৪ অক্টোবর ২০১৪

মিনি ইজতেমার ২য় দিনে লাখো মুসল্লি

Home Page » সংবাদ শিরোনাম » মিনি ইজতেমার ২য় দিনে লাখো মুসল্লি
শুক্রবার, ২৪ অক্টোবর ২০১৪



kuri.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ কুড়িগ্রাম সদরে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী বিশ্ব মিনি ইজতেমার দ্বিতীয় দিন শুক্রবার জুম্মার নামাজে লাখো মুসল্লি অংশ নিয়েছেন। আয়োজক কমিটির সদস্য কাঁঠালবাড়ি ডিগ্রি কলেজের শিক্ষক মতিয়ার রহমান জানান, ইজতেমার দ্বিতীয় দিন সকালে ঢাকার কাকরাইল মসজিদের মাওলানা মোশারফ হোসেন, পরে মুফতি আতাউর রহমান, মাওলানা মুনির ও চট্টগ্রামের ড. মহিউদ্দিন খান আম বয়ান করেন।

দুপুরে ইজতেমার মাঠ, আশপাশের সড়ক, স্কুল ও ঈদগাঁ মাঠে জুম্মার নামাজ আদায় করেন লাখো মুসল্লি। রাশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভারতের মুসল্লিরা কুড়িগ্রাম মার্কাস মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।

শনিবার দুপুর ১২টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। ঢাকার কাকরাইল মসজিদের মাওলানা মোশারফ হোসেন মোনাজাত পরিচালনা করবেন বলে জানান ইজতেমা কমিটির ওই সদস্য।

বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যদিয়ে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ইজতেমার কাযর্ক্রম শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, ইজতেমায় জুমার নামাজে অংশ নেয়ার জন্য দূর দূরান্ত থেকে আসা মুসল্লিরা ছাড়াও স্থানীয়রাও সমবেত হন। এতে শিশু ও কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ইজতেমাকে ঘিরে আশপাশের এলাকায় বসেছে অস্থায়ী দোকান। খাবার থেকে শুরু করে টুপি, জায়নামাজ, তসবি, আতর, ধর্মীয় বই, বিভিন্ন ধরনের পোশাক মিলছে এখানে।

বাংলাদেশ সময়: ১৭:৪০:৫২   ৩৪৫ বার পঠিত