শুক্রবার, ২৪ অক্টোবর ২০১৪

খালেদার বক্তব্য দায়িত্বহীন: পররাষ্ট্রমন্ত্রী

Home Page » প্রথমপাতা » খালেদার বক্তব্য দায়িত্বহীন: পররাষ্ট্রমন্ত্রী
শুক্রবার, ২৪ অক্টোবর ২০১৪



10_foreignministerahmahmoodali_241014_0003.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ কোনো দেশ বর্তমান সরকারকে ‘স্বীকৃতি’ দেয়নি বলে খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেছেন, দায়িত্ব-জ্ঞানহীন কথা বলছেন তিনি। সম্প্রতি দুটি আন্তর্জাতিক সংসদীয় ফোরামের শীর্ষ পদে বাংলাদেশের প্রতিনিধিদের বিজয়ের কথা উল্লেখ করে তিনি বলেছেন, “স্বীকৃতি না পেলে আমরা এসব বৈশ্বিক নির্বাচনে কিভাবে জিতলাম?”

“এগুলো বালখিল্যতা, দায়িত্বহীন কথাবার্তা,” বিএনপি চেয়ারপারসনকে ইঙ্গিত করে বলেন তিনি।

৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারকে ‘অবৈধ’ আখ্যায়িত করে বৃহস্পতিবার নীলফামারিতে এক জনসভায় খালেদা জিয়া বলেন, “বিশ্বের কোনো দেশ এই অবৈধ সরকারকে স্বীকৃতি দেয়নি। শুধু ফটোসেশন, ছবি তুললে মনে করবেন না স্বীকৃতি পাওয়া যাবে। গণতন্ত্র না থাকলে কোনো দেশ কাউকে স্বীকৃতি দেয় না।”

সম্প্রতি কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবের হোসেন চৌধুরী। দুটি ক্ষেত্রেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন বাংলাদেশের প্রতিনিধিরা।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রী মাহমুদ আলী।

বাংলাদেশ সময়: ১৭:২১:৫২   ২৯৬ বার পঠিত