বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০১৪
‘বাংলাদেশের সুযোগ-সুবিধা চালিয়ে যাবে ইইউ’
Home Page » জাতীয় » ‘বাংলাদেশের সুযোগ-সুবিধা চালিয়ে যাবে ইইউ’বঙ্গ-নিউজ ডটকমঃ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হলেও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের সুযোগ-সুবিধা দিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছে বলেজানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত সাসটেইনেবল কমপ্যাক্ট-এর সভা সম্পর্কে জানাতে বৃহস্পতিবার সকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “পোশাক শিল্প শ্রমিকদের নিরাপত্তা ও উন্নত কর্ম পরিবেশ নিশ্চিত করায় বাংলাদেশের প্রশংসা করেছে ইইউ।”
তিনি বলেন, মধ্য আয়ের দেশে পরিণত হলেও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে জিএসপি প্লাস নামে সুযোগ সুবিধা প্রদান করবে।
বাংলাদেশ সময়: ১৭:১৫:৫৩ ৩৪৮ বার পঠিত