বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০১৪
সামরিক মৈত্রী গড়তে ইরানের প্রতি চীনের আগ্রহ
Home Page » বিশ্ব » সামরিক মৈত্রী গড়তে ইরানের প্রতি চীনের আগ্রহবঙ্গ-নিউজ ডটকমঃ ইরানকে সামরিক মৈত্রী হিসেবে পেতে আগ্রহ প্রকাশ করেছে চীন। ইরানের নৌ বাহিনীর একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে চীনের প্রতিরক্ষামন্ত্রী এসব কথা জানিয়েছেন।
ইরানের পারমাণবিক শক্তি অর্জন নিয়ে মতপার্থক্য থাকা সত্ত্বেও বৃহস্পতিবার দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।
চীনের প্রতিরক্ষামন্ত্রী চ্যাং ওয়ানকুয়ান এ বিষয়ে ইরানের নৌ বাহিনীর কমান্ডার রিয়াল অ্যাডমিরাল হাবিবল্লাহ সায়ারিকে বলেন, “দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে খুব ভালো সম্পর্ক বিদ্যমান। বিগত কয়েক বছরে উভয় দেশের প্রতিনিধি দল একে অপরের দেশ পরিদর্শন করেছেন।”
চীনের রাষ্ট্রীয় দৈনিক পিপলস লিবারেশন আর্মি জানায়, ইরানের নৌবাহিনীর প্রতিনিধি দল চীনের সাবমেরিন পরিদর্শন করেন এবং এর সক্ষমতা সম্পর্কে ধারণা নেন।
ইরানের নৌ বাহিনীর কমান্ডার রিয়াল অ্যাডমিরাল সায়ারি চীনের বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, “চীন ও ইরানের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরো দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষত, আগামীতে দুই দেশের নৌ বাহিনীর পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।”
চীনের প্রতিরক্ষামন্ত্রী চ্যাং ইরানের প্রতিনিধি দলকে বলেন, “চীন ইরানের সাথে বন্ধুত্ব আরো সুদৃঢ় করতে চায় এবং আগামীতে দুই দেশের মধ্যে সামরিক বন্ধন আরো অটুট হবে।”
বাংলাদেশ সময়: ১৭:১২:০৭ ৩৫৮ বার পঠিত