বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০১৪
খালেদা জিয়া নীলফামারী জেলা স্কুল মাঠে
Home Page » প্রথমপাতা » খালেদা জিয়া নীলফামারী জেলা স্কুল মাঠেবঙ্গ-নিউজ ডটকমঃ নীলফামারী জেলা ২০ দলীয় জোটের জনসভার মঞ্চে পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার দুপুর ৩টা ২০ মিনিটে খালেদা জিয়া নীলফামারী জেলা স্কুল মাঠে পৌঁছেন।
দেশব্যাপী গুম-খুন-নির্যাতন, সন্ত্রাস, দুর্নীতি, নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-মামলা-গ্রেপ্তার, হয়রানি বন্ধ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নীলফামারী জেলা বিএনপি আয়োজিত ২০ দলীয় জোটের সমাবেশ আয়োজন করা হয়।
তার এই সফরকে কেন্দ্র করে জেলার ২০ দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। খালেদা জিয়াকে দেখতে সকাল থেকেই জেলার প্রতিটি উপজেলা থেকে জনসভাস্থলের দিকে ছুটে আসছেন ২০ দলের নেতাকর্মীরা।
জনসভা সফল করতে মঞ্চের যাবতীয় কাজও ইতোমধ্যেই শেষ হয়েছে। মাঠের উত্তর পূর্ব কোণে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে।
এর আগে বিকেল ৩টার দিকে চেয়ারপার্সন খালেদা জিয়া নীলফামারীতে পৌঁছেন। বেলা সোয়া ১১টায় বগুড়া সার্কিট হাউস থেকে তিনি রওনা দেন।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে তিনি গুলশানের বাসা থেকে রওনা হন। রাতে বগুড়া সার্কিট হাউসে অবস্থান করেন।
খালেদা জিয়ার গাড়িবহরে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপির প্রচার সম্পাদক জয়নাল আবদীন ফারুক, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৭:০০:১৫ ৩২১ বার পঠিত