বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০১৪
শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে-স্বপ্নদলের ‘স্পার্টাকাস’
Home Page » বিনোদন » শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে-স্বপ্নদলের ‘স্পার্টাকাস’বিনোদন রিপোর্ট:বঙ্গ-নিউজ:নাট্যসংগঠন স্বপ্নদলের নতুন প্রযোজনা ‘স্পার্টাকাস’-এর উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। মার্কিন ঔপন্যাসিক হাওয়ার্ড ফাস্টের উপন্যাস অবলম্বনে বাদল সরকারের রচনা থেকে প্রযোজনাটির পুনর্বিন্যাস ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। ‘স্পার্টাকাস’ প্রযোজনাটিকে সাভার-ট্র্যাজেডিসহ দেশের পোশাক কারখানায় হতাহতদের উদ্দেশে উৎসর্গ করা হচ্ছে। ‘স্পার্টাকাস’-এর মঞ্চায়ন উদ্বোধন করবেন নাট্যজন মামুনুর রশীদ। স্বপ্নদল-কে শুভেচ্ছা জানতে উপস্থিত থাকবেন নাট্যজন আতাউর রহমান, এসএম মহসীন, লিয়াকত আলী লাকী, আকতারুজ্জামান প্রমুখ। হাওয়ার্ড ফাস্টের উপন্যাস থেকে বাদল সরকার রচনার সঙ্গে আলাদা তিনটি অনুবাদ মিলিয়ে ও প্রয়োজনীয় সম্পাদনা-সংযোজনার মাধ্যমে পুনবিন্যাসকৃত নবতর প্রযোজনা-পাণ্ডুলিপির মাধ্যমে এবং আধুনিক ‘বাঙলা নাট্যরীতি’-র প্রয়োগে স্বপ্নদলের প্রযোজনায় এক সর্বদেশীয় ‘স্পার্টাকাস’-কে মঞ্চে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। ‘স্পার্টাকাস’ প্রযোজনায় অভিনয় করছেন শিশির, ইউসুফ, সাঈদ, মোস্তাফিজ, তানভীর, তীর্থ, শুভ, নাবলু, সায়েম, বাবুল, লোকমান, আঁচল, জুঁই, ঊষা, রানা, জাহাঙ্গীর, অন্তর, মাসুদ, হিটলার, জারজিস, জেবুসহ ত্রিশেরও অধিক নাট্যকর্মী।
বাংলাদেশ সময়: ১৪:৪০:২৭ ৩৬৮ বার পঠিত