বুধবার, ২২ অক্টোবর ২০১৪
নববধূর কাছে যাওয়া হলো না
Home Page » প্রথমপাতা » নববধূর কাছে যাওয়া হলো নাবঙ্গ-নিউজ:বিয়ে রেজিস্ট্রি হয়েছে। স্ত্রীকে নিজের বাড়িতে উঠিয়ে আনা হয়নি, হয়নি বৌভাতের অনুষ্ঠান। বিয়ে রেজিস্ট্রি হয়েছে। স্ত্রীকে নিজের বাড়িতে উঠিয়ে আনা হয়নি, হয়নি বৌভাতের অনুষ্ঠান। বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন মাজদার। আগামী মাসের শেষদিকে বৌভাতের অনুষ্ঠান হওয়ার কথা। এরই মাঝে খবর আসে স্ত্রী নাজনীন অসুস্থ। তড়িঘড়ি করে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী কেয়া পরিবহনে চেপে স্ত্রীকে দেখতে রওনা হয়েছিলেন তিনি। গতকাল সোমবার বিকেলে বড়াইগ্রাম রাজ্জাকের মোড়ে মর্মান্তিক দুর্ঘটনায় মাজদার নিহত হন। নববধূর কাছে যাওয়া হলো না
তার সঙ্গে থাকা ঘনিষ্ঠ বন্ধু গুরুতর আহত আশফাকুর রহমান জানান, নতুন শ্বশুরবাড়ি একা একা যেতে ভালো লাগছিল না বলে ঢাকা থেকে তাকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন মাজদার। পথে মোবাইলে স্ত্রী নাজনীনের সঙ্গে কয়েকবার কথাও বলেছেন তিনি। স্ত্রীর জন্য ঢাকা থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনেছিলেন।
আশফাক জানান, আমি বেঁচে আছি, তা এখনও বিশ্বাস হচ্ছে না। যার জন্য এলাম, সেই ঘনিষ্ঠ বন্ধু এখন নেই- এ কথা বলেই ডুকরে কেঁদে ওঠেন তিনি। ঢাকা ফিরে মাজদারের বাবা-মায়ের কাছে কী জবাব দেবেন তিনি?
মাজদারের শ্বশুরবাড়ির ঘনিষ্ঠ স্বজন চাঁপাইনবাবগঞ্জের আলতাব মাজহার মোবাইলে জানান, জামাই আসবে বলে তাদের বাড়িতে সবাই অপেক্ষা করছিলেন। বিয়ের পর প্রথমবারের মতো জামাই আসবে বলে বাড়িতে বাড়তি খাবার-দাবারের ব্যবস্থা ছাড়াও বিশেষ আয়োজন ছিল, কিন্তু বিকেল ৪টার দিকে যখন দুর্ঘটনার খবর এসে পৌছে তখন থেকে আনন্দ উবে গিয়ে তাদের বাড়িতে এখন সুনসান নীরবতা। অসুস্থ নাজনীনকে এখনও জানতে দেওয়া হয়নি, তার নতুন জীবনের সাথী আর নেই।
বাংলাদেশ সময়: ২৩:৫৯:১০ ৩৩৩ বার পঠিত