নববধূর কাছে যাওয়া হলো না

Home Page » প্রথমপাতা » নববধূর কাছে যাওয়া হলো না
বুধবার, ২২ অক্টোবর ২০১৪



rine4lsn_52970gif.jpg

বঙ্গ-নিউজ:বিয়ে রেজিস্ট্রি হয়েছে। স্ত্রীকে নিজের বাড়িতে উঠিয়ে আনা হয়নি, হয়নি বৌভাতের অনুষ্ঠান। বিয়ে রেজিস্ট্রি হয়েছে। স্ত্রীকে নিজের বাড়িতে উঠিয়ে আনা হয়নি, হয়নি বৌভাতের অনুষ্ঠান। বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন মাজদার। আগামী মাসের শেষদিকে বৌভাতের অনুষ্ঠান হওয়ার কথা। এরই মাঝে খবর আসে স্ত্রী নাজনীন অসুস্থ। তড়িঘড়ি করে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী কেয়া পরিবহনে চেপে স্ত্রীকে দেখতে রওনা হয়েছিলেন তিনি। গতকাল সোমবার বিকেলে বড়াইগ্রাম রাজ্জাকের মোড়ে মর্মান্তিক দুর্ঘটনায় মাজদার নিহত হন। নববধূর কাছে যাওয়া হলো না

তার সঙ্গে থাকা ঘনিষ্ঠ বন্ধু গুরুতর আহত আশফাকুর রহমান জানান, নতুন শ্বশুরবাড়ি একা একা যেতে ভালো লাগছিল না বলে ঢাকা থেকে তাকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন মাজদার। পথে মোবাইলে স্ত্রী নাজনীনের সঙ্গে কয়েকবার কথাও বলেছেন তিনি। স্ত্রীর জন্য ঢাকা থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনেছিলেন।

আশফাক জানান, আমি বেঁচে আছি, তা এখনও বিশ্বাস হচ্ছে না। যার জন্য এলাম, সেই ঘনিষ্ঠ বন্ধু এখন নেই- এ কথা বলেই ডুকরে কেঁদে ওঠেন তিনি। ঢাকা ফিরে মাজদারের বাবা-মায়ের কাছে কী জবাব দেবেন তিনি?

মাজদারের শ্বশুরবাড়ির ঘনিষ্ঠ স্বজন চাঁপাইনবাবগঞ্জের আলতাব মাজহার মোবাইলে জানান, জামাই আসবে বলে তাদের বাড়িতে সবাই অপেক্ষা করছিলেন। বিয়ের পর প্রথমবারের মতো জামাই আসবে বলে বাড়িতে বাড়তি খাবার-দাবারের ব্যবস্থা ছাড়াও বিশেষ আয়োজন ছিল, কিন্তু বিকেল ৪টার দিকে যখন দুর্ঘটনার খবর এসে পৌছে তখন থেকে আনন্দ উবে গিয়ে তাদের বাড়িতে এখন সুনসান নীরবতা। অসুস্থ নাজনীনকে এখনও জানতে দেওয়া হয়নি, তার নতুন জীবনের সাথী আর নেই।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:১০   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ