বুধবার, ২২ অক্টোবর ২০১৪
ইবোলা চিকিৎসার ব্যবস্থা গ্রহণে হাইকোর্টের নির্দেশ
Home Page » আজকের সকল পত্রিকা » ইবোলা চিকিৎসার ব্যবস্থা গ্রহণে হাইকোর্টের নির্দেশডেস্ক রিপোর্টঃইবোলা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে দেশের বেশ কয়েকটি হাসপাতালে বিশেষ চিকিৎসা ব্যবস্থা গ্রহণের নির্দশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার দুপুরে জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি িমর্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. আতাউর রহমান খানের একটি বেঞ্চ এ নির্দেশ দেন। একই সঙ্গে ভাইরাসের প্রয়োজনীয় ওষুধ সংগ্রহেরও নির্দেশ দেন হাইকোর্ট এ বেঞ্চ। আর এ আবদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ।
এ বিষয়ে তিনি জানান, এ নির্দেশ ছাড়াও আদালত রুল জারি করেছেন। রুলে বিদেশ থেকে বাংলাদেশে আগতদের পর্যবেক্ষন/পরীক্ষা করে দেখতে হবে, যে তাদের কারো ইবোলা ভাইরাস আছে কি-না। আর বিদেশ থেকে আগতদের ইবোলা পরীক্ষা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণে এবং কার্যকরি প্রতিরোধক ব্যবস্থা গ্রহণে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আর ছয় সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান ও পরিচালক (প্রশাসন), স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবং ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
অ্যাডভোকেট মনজিল মোরশেদ বলেন, দ্রুত আফ্রিকা থেকে দেশে আসা ৬ জনকে পরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে, তাদের ইবোলা ভাইরাস আছে কি-না। বা তারা কোনোভাবে এ ভাইরাসে আক্রান্ত কি-না। আর তাদের পরীক্ষা করে দুই সপ্তাহের মধ্যে আদালতে রিপোর্ট দিতে বলা হয়েছে। এছাড়াও, আদালত ভাইরাসের প্রয়োজনীয় ওষুধপত্র ও যন্ত্রপাতি অতি দ্রুত সংগ্রহের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এ রোগ প্রতিরোধে প্রয়োজনীয় অর্থ বরাদ্দে অর্থ মান্ত্রণালয়কে নির্দেশও দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:১৮:২৭ ৩৪৭ বার পঠিত