মঙ্গলবার, ২১ অক্টোবর ২০১৪
বঙ্গোপসাগরে ভারতীয় ১৪ জেলে আটক
Home Page » সংবাদ শিরোনাম » বঙ্গোপসাগরে ভারতীয় ১৪ জেলে আটকবঙ্গ-নিউজ ডটকমঃ বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে আবারও ফিশিং ট্রলারসহ ভারতীয় ১৪ জেলেকে আটক করেছে নৌ বাহিনী।
মঙ্গলবার দুপুর ৩টায় মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বঙ্গনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এনিয়ে গত এক সপ্তাহে বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে অনুপ্রবেশের করে মাছ ধরার সময় ভারতীয় ৪২ জেলে এবং ২০ শ্রীলঙ্কান জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌ বাহিনী।
আটকদের মঙ্গলবার সন্ধ্যায় বাগেহরাটের মংলা থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
সোমবার দুপুরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে এলাকায় বাংলাদেশের সমুদ্রসীমা থেকে মাছ ধরার সময় ‘এফবি হংসরাজ’ নামে ভারতীয় ট্রলারসহ ওই জেলেদের আটক করে নৌবাহিনী।
মংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর এলাহী বঙ্গনিউজকে জানান, দুপুরে বঙ্গোপসাগরের ওই এলাকায় নৌ বাহিনীর জাহাজ বিএনএস পদ্মা টহল দিচ্ছিল। এসময় বাংলাদেশের সমুদ্রসীমায় মাছ ধরার সময় ভারতীয় জেলেদের ‘এফবি হংসরাজ’ নামে একটি ট্রলারসহ ১৪ জেলেকে আটক করা হয়।
আটকদের মংলা উপজেলার দিগরাজে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর ঘাটিতে আনা হয়েছে। সন্ধ্যায় তাদের মংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে বুধবার ও শনিবার একই এলাকায় অনুপ্রবেশ করে মাছ ধারার অভিযোগে ২টি ট্রলারসহ ভারতীয় ৪২ জেলেকে আটক করে নৌ বাহিনী। তাদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশের জনসীমায় প্রবেশ করে মাছ শিকারের অপরাধে মামলা দায়ের করা হয়। বর্তমানে ভারতীয় ৪২ জেলে বাগেরহাট জেলা কারাগারে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:১২:৩৩ ৩৩১ বার পঠিত