মঙ্গলবার, ২১ অক্টোবর ২০১৪
সিধুলী গ্রামে ১২ জনের দাফন সম্পন্ন
Home Page » জাতীয় » সিধুলী গ্রামে ১২ জনের দাফন সম্পন্নবঙ্গ-নিউজ: নাটোরের বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামের ১২ জনের দাফন সম্মন্ন হয়েছে। এর আগে সিধুলী হাইস্কুল মাঠে এ ১২ জনের জানাজা সম্পন্ন হয়।মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় জানাজা সম্পন্ন হওয়ার পর স্থানীয় কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
নামাজে জানাজার ইমামতি করেন গুরুদাসপুর জামে মসজিদের পেশ ইমাম আব্দুল জব্বার।
জানাজায় উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, গুরুদাসপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, গুরুদাসপুর উপজেলার সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ মোল্লা, ৫ নং ধারাবাড়িশা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনসহ আরো অনেকে।
জানাজার নামাজে ১০ হাজারেরও বেশি লোক অংশ নেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
বসোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বড়াইগ্রাম উপজেলায় স্মরণকালের ভয়াবহতম সড়ক দুর্ঘটনায় গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সিধুলীওয়ার্ডের ১৪ জন নিহত হন। এর মধ্যে ১২ জনই সিধুলী গ্রামের।
নিহতদের মধ্যে সিধুলী গ্রামের একই পরিবারের ছয়জন রয়েছেন। তারা হলেন আতাহার আলী, রব্বেল, রায়হান, সোহরাব, ছহির, কহির। ওই গ্রামের অন্য নিহতরা হলেন আয়নাল, এবাদ আলী, লাবু, শরিফ, কিনু, আলাল।
এছাড়া, ওই ইউনিয়নের এক নম্বর শিধুলী ওয়ার্ডের নিহত অপর দু’জন হলেন জাফর ও হানিফ।
সোমবার বিকেলে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার রেজুর মোড়ে (রাজ্জাকের ও রাজাকার মোড়ের মাঝামাঝি) ঢাকা থেকে চাঁপাই নবাবগঞ্জগামী কেয়া পরিবহন এবং রাজশাহী থেকে সিরাজগঞ্জগামী অথৈ পরিবহনের বাস দু’টির মধ্যে সংঘর্ষে ৩৩ জন নিহত হন। একই ঘটনায় আরও ৪০ জনের বেশি যাত্রী আহত হন।
বাংলাদেশ সময়: ১১:১৮:১৮ ৩২৬ বার পঠিত