সোমবার, ২০ অক্টোবর ২০১৪
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ স্থগিত
Home Page » আজকের সকল পত্রিকা » প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ স্থগিততমালঃডেস্করিপোর্ট, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া আগামী চার মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি এ কে এম শাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শেখ মোহাম্মদ মোরশেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সামসুদ্দোহা।
শেখ মোহাম্মদ মোরশেদ জানান, ২০১১ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হন ৪৪ হাজার ৬০৯ জন। এদের মধ্যে ১২ হাজার জনকে নিয়োগ দেয়া হয়। বাকি ১৫ হাজার ১৯ জনকে পুল গঠন করে নিয়োগ দেয়ার জন্য অপেক্ষমাণ রাখা হয়। কিন্তু এদেরকে অপেক্ষমান রেখে চলতি বছরের ১৭ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০১৪ সালের প্রাথমিক বিদ্যালয়ে “সহকারী শিক্ষক” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর প্রেক্ষিতে ইমরুল হাসান, শিকদার বাদশা মিয়াসহ ৫২ জন প্রার্থী আদালতে একটি রিট আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আদালত নিয়োগ কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন।
রুলে অপেক্ষমান প্রার্থী রেখে সহকারী শিক্ষক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি জারি করা কেন অবৈধ হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, অর্থ সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:০২:৩২ ৩৫২ বার পঠিত