সোমবার, ২০ অক্টোবর ২০১৪

অবশেষে আবিষ্কৃত হলো এবোলার ভ্যাকসিন!

Home Page » জাতীয় » অবশেষে আবিষ্কৃত হলো এবোলার ভ্যাকসিন!
সোমবার, ২০ অক্টোবর ২০১৪



image_78754_0.jpgডেস্কঃঅবশেষে এবোলা বিরুদ্ধে লড়াইয়ে বড়সড় সাফল্য চিকিৎসা বিজ্ঞানীদের। আবিষ্কৃত হল এই মরণ ভাইরাসের প্রতিষেধক। এবোলার ভ্যাকসিন তৈরি করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিলেন কানাডার গবেষকরা। তবে আরও বেশ কয়েকটি জটিল পরীক্ষা-নিরীক্ষার পরেই এটি বাজারে ছাড়া হবে।
জানা গেছে, দীর্ঘ গবেষণার পরে এবোলার ভ্যাকসিন (ভিএসভি-ইবিওভি) তৈরি করেছেন কানাডার ন্যাশনাল মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি’র গবেষকরা। প্রাথমিকভাবে পশুর দেহে পরীক্ষা করা হয়েছে, যা সফল। যে কারণে চূড়ান্ত পর্যায়ে পরীক্ষার জন্য ভ্যাকসিনটি সুইৎজারল্যান্ড পাঠাচ্ছে কানাডা সরকার। আগামী মঙ্গলবারের মধ্যে পরীক্ষামূলক এই ভ্যাকসিনের এক হাজারের বেশি ডোজ জেনিভা পৌঁছাবে। জেনিভা ইউনিভার্সিটি হসপিটাল (এইচইউজি)-এ স্টোর করে রাখা হবে।
এইচইউজি সূত্রে খবর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুসারে এই পর্যায়ে ভিএসভি-ইবিওভি ভ্যাকসিনগুলিকে মানব দেহে পরীক্ষা চালানো হবে। চলতি মাসের শেষ নাগাদ অথবা আগামী মাসে প্রথম থেকে শুরু হবে এই প্রক্রিয়া। আর পরীক্ষা সফল হলে তা চিকিৎসা বিজ্ঞানের জগতে নতুন দিগন্ত খুলে যাবে।

বাংলাদেশ সময়: ১০:৫৩:৩৪   ৩৫৩ বার পঠিত