রবিবার, ১৯ অক্টোবর ২০১৪
বিএনপিকে ভাঙতে গোয়েন্দা সংস্থা ব্যবহার করা হচ্ছে’
Home Page » জাতীয় » বিএনপিকে ভাঙতে গোয়েন্দা সংস্থা ব্যবহার করা হচ্ছে’নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে ভাঙার জন্য গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ চিরস্থায়ী নয়। সুতরাং এগুলো বন্ধ করুন। নিজেদের কাজ করুন। তা না হলে ভবিষ্যতে এর জন্য জবাব দিতে হবে।’
শনিবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় জনপ্রতিনিধির সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
জনগণ পরিবর্তন চায় মন্তব্য বিএনপির প্রধান বলেন, ‘আন্দোলনের মাধ্যমেই এ পরিবর্তন হবে। সেই আন্দোলনে বাধা দিলে সহ্য করা হবে না। অনেক হয়েছে, এবার সরকার যে ভাষায় কথা বলবে, সে ভাষায় জবাব দেওয়া হবে।’
বিএনপি আন্দোলনে আছে জানিয়ে খালেদা জিয়া নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
খালেদা জিয়া বলেন, ‘সরকার দেশের ভবিষ্যৎ তরুণ সমাজকে ধ্বংস করে দিতে চায়। তারা বিএনপিকেও ধ্বংস করে দিতে চায়। সেজন্য বিএনপি নেতা-কর্মীদের খুন ও গুম করে চলেছে। এই ভীতিকর অবস্থা থেকে দেশকে রক্ষার জন্য আমাদের রাজপথে নামতে হবে। তাই আমাদের জনগণকে সঙ্গে নিয়ে শক্তি অর্জন করতে হবে।’
মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগের ১৪ জেলার নির্বাচিত বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ছাড়াও জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া উপহার দিয়ে বিএনপিতে যোগদান করেন রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার মেয়র আলমগীর কবীর ।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মো. শাহজাহান, মো. সালাউদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি জাফরুল হাসান চৌধুরী প্রমুখ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৮:০১:০২ ৩২৮ বার পঠিত