শনিবার, ১৮ অক্টোবর ২০১৪
নয়াপল্টনে পদবঞ্চিতদের লাঠি মিছিল
Home Page » সংবাদ শিরোনাম » নয়াপল্টনে পদবঞ্চিতদের লাঠি মিছিলবঙ্গ-নিউজ ডটকমঃ রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে লাঠি মিছিল করেছে ছাত্রদলের নতুন কমিটির পদবঞ্চিত নেতারা।
নতুন কমিটির নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন এমন খবর পেয়ে শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ লাঠি মিছিল করেন তারা।
পদবঞ্চিত নেতাকর্মীরা ক্রিকেট খেলার স্ট্যাম্পসহ লাঠিসোটা নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করেন।
এরপর তা ওই এলাকার আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে ঘুরে ফের বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমরা শুনেছি লিঁয়াজো করে ঠাঁই পাওয়া নেতারা বিএনপি কার্যালয়ে আসছেন, এমন খবর পাওয়ার পর বিক্ষুব্ধ কর্মীরা লাঠি মিছিল করেছেন।
‘তাদের প্রতিহত করতেই এ লাঠি মিছিল’ জানিয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই তাদের (ছাত্রদল নতুন কমিটির নেতা) কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। এটাই আমাদের অবস্থান।
এদিকে ছাত্রদল নতুন কমিটির সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের অনুসারী অভিযোগে দুই ব্যক্তিকে গণপিটুনী দিয়েছে পদবঞ্চিতরা।
বিকেল ৪টার দিকে বিএনপি কার্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।
পদবঞ্চিতদের অভিযোগ, ওই দুই ব্যক্তি রাজিব ও আকরামের চর হিসাবে এখানে এসেছেন। এজন্য তাদের পিটুনী দেওয়া হয়েছে।
তবে পিটুনীর সময় দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এর আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে ধাওয়া করে পদবঞ্চিতরা।
এছাড়া বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী এ্যানী ও সুলতান সালাউদ্দিন টুকুকে ‘দালাল’ আখ্যা দিয়ে তাদের কুশপুতুল দাহ করেন তারা।
বাংলাদেশ সময়: ১৭:২১:৪৪ ৩৬০ বার পঠিত