শুক্রবার, ১৭ অক্টোবর ২০১৪

পল্টনে ফাঁকা গুলি, আটক ৭

Home Page » প্রথমপাতা » পল্টনে ফাঁকা গুলি, আটক ৭
শুক্রবার, ১৭ অক্টোবর ২০১৪



gayf.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ নয়াপল্টনে বিএনপির মহানগর কার্যালয়ে ক্যান্টনমেন্ট থানা কমিটি নিয়ে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া ও দুই রাউন্ড ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই দফায় বিএনপির সাতজন কর্মীকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহানগর কার্যালয়ে বিএনপির ক্যান্টনমেন্ট থানার সমন্বয় কমিটির বৈঠক ছিল। বৈঠক চলার সময় দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়। বৈঠক শেষে অফিস থেকে নিচে নামার সময় আবারো হাতাহাতি ও মারামারি হয় দুই গ্রুপের মধ্যে। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সন্ধ্যার দিকে ৪ জন ও রাত সাড়ে আটটার দিকে আরো তিনজনকে আটক করে।

পল্টন মডেল থানার সাব ইন্সপেক্টর হাফিজুর রহমান বঙ্গনিউজকে জানান- লাঠিসোটা নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। মোট ৭ জনকে আটক করা হয়েছে।

দুই রাউন্ড গুলির শব্দ তিনি শুনেছেন বলেও জানান।

এ ব্যাপারে জানতে চাইলে বৈঠকে উপস্থিত খিলগাঁও থানার সমন্বয়ক ইউনূস মৃধা বঙ্গনিউজকে বলেন, কে বা কারা গুলি ছুঁড়েছে সে ব্যাপারে তিনি কিছু জানেন না।

এ ব্যাপারে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, বৈঠকে আ’লীগ এজেন্ট ঢুকেছিল। তারাই সংঘর্ষ বাঁধিয়েছে। আমাদের নিজেদের মধ্যে মধ্যে কোনো সংঘর্ষ হয়নি।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:০৬   ৩৮১ বার পঠিত