শুক্রবার, ১৭ অক্টোবর ২০১৪

দৃক গ্যালারিতে চলছে স্প্যানিশ উইকের আলোকচিত্র প্রদর্শনী

Home Page » শিল্প ও ছবি » দৃক গ্যালারিতে চলছে স্প্যানিশ উইকের আলোকচিত্র প্রদর্শনী
শুক্রবার, ১৭ অক্টোবর ২০১৪



visitors_.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ স্প্যানিশ উইক-২০১৪ উদযাপনের অংশ হিসেবে স্পেন দূতাবাস ও দৃক যৌথভাবে ‘অনুপ্রেরণা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী ধানমন্ডির দৃক গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ডি লুইস তেজেদা শ্যাকন, দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম, আলোকচিত্র শিল্পী ও অতিথিরা।

প্রদর্শনীটির জন্য গত ২৭ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত আলোকচিত্র গ্রহণ করা হয়েছে। এতে প্রায় ৪ হাজারের মতো আলোকচিত্র জমা পড়ে। তা থেকে বাছাই করে মোট ৫৭টি আলোকচিত্র এই প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয়েছে। সেরা আলোকচিত্রের জন্য দেওয়া হয়েছে পুরস্কার। প্রথম পুরস্কার লাভ করেন আশিস দাস।

বৃহস্পতিবার ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে বুধবার ২২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্যই উন্মুক্ত থাকছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:০৩   ৪৩৮ বার পঠিত